Posts

Showing posts with the label Data entry Recruitment

রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ || WB Kanya shree prokolpo Recruitment 2022 || Data entry Recruitment 2022 || https://purbabardhaman.nic.in/

Image
আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে ছেলে ও মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবেন।  পুর্ব বর্ধমান জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এর অফিস থেকে জারি করা এই চাকরিটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। অনলাইন এবং অফলাইন দুইভাবেই চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচের প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়ে নিন। এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নীচে আলোচনা করা হল - নোটিশ নম্বরঃ E89 /DPMU/KP/PBDN/XII/43 নোটিশ প্রকাশের তারিখঃ 14.10.2022 আবেদনের মাধ্যমঃ অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের তথ্য (Post Details) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager) বেতনঃ প্রতি মাসে 11,000 টাকা। শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েশন পাশ। সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা পা...