রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ || WB Kanya shree prokolpo Recruitment 2022 || Data entry Recruitment 2022 || https://purbabardhaman.nic.in/




আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে ছেলে ও মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবেন। 


পুর্ব বর্ধমান জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এর অফিস থেকে জারি করা এই চাকরিটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। অনলাইন এবং অফলাইন দুইভাবেই চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।


আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচের প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়ে নিন। এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নীচে আলোচনা করা হল -





নোটিশ নম্বরঃ E89 /DPMU/KP/PBDN/XII/43


নোটিশ প্রকাশের তারিখঃ 14.10.2022


আবেদনের মাধ্যমঃ অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করার সুযোগ পাবেন।





নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)


বেতনঃ প্রতি মাসে 11,000 টাকা।




শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েশন পাশ। সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা পাশ । এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।




বয়সসীমাঃ প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।



শূন্যপদঃ 3 টি (কালনা I BDO- 1, গলসি I BDO- 1, আউসগ্রাম I BDO- 1)


নিয়োগ পদ্ধতিঃ

সর্বপ্রথম হবে লিখিত পরীক্ষা। তারপরে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগটি সম্পূর্ণ হবে। 






আবেদন পদ্ধতিঃ

এখানে প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন।


অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপরে, লগ ইন করে আবেদনপত্রকে সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।


অফলাইনে আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে। এরপরে বিজ্ঞপ্তির ৬ নম্বর পেজে থাকা আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে আবেদন পত্রটিকে সঠিক পূরণ করে এবং তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স ও সেল্ফ এটেস্টেড করে একটি খামে ভর্তি করতে হবে। সবশেষে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।






অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ

To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Prakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman.


গুরুত্বপূর্ণ তারিখ-


নোটিশ প্রকাশ - 14.10.2022

আবেদন শুরু - 14.10.2022

আবেদন শেষ - 11.11.2022 




Official Website-

Click here 🔴


Notice Download-

Click here 🔴


Apply Now-

Click here 🔴

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ