Posts

Showing posts with the label GDS recruitment 2023

অষ্টম শ্রেনি পাশে ভারতের ডাক বিভাগে চাকরি || বেতন 19 হাজার 900 টাকা প্রতি মাসে || Indian Post Eight Pass Job 2022 || https://www.indiapost.gov.in/

Image
  ভারত সরকারের অন্তর্গত ডাক বিভাগ (Indian Post Department) এ আবার নতুন নিয়োগ। এখানে শুধু মাত্র অষ্টম শ্রেনি পাশ করলেই আবেদন করার সুযোগ পাবেন। ‌ভারতের সমস্ত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের  সমস্ত প্রার্থীই এখানে আবেদন করার সুযোগ পাবেন না। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি নীচে আলোচনা করা হল- নোটিশ নম্বরঃ MSE/B-4/XI/2022 নোটিশ প্রকাশের তারিখঃ 19.09.2022 আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ তথ্য - কোন কোন পদে নিয়োগ? #স্কিল্ড আর্টিসান্স (Skilled Artisans) বেতন -  প্রতিমাসে 19,900 থেকে 63,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে।  #এছাড়া যে প্রার্থী MV মেকানিক পদে আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  বয়সসীমা-  প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া SC, ST প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। ট্রেড অনুযায়ী মোট শূন্যপদ- M.V Mechanic – 2 M.V Electrician – 1 Painter – 1 Tyreman – 1 নিয়োগ পদ্ধতি -  ...