অষ্টম শ্রেনি পাশে ভারতের ডাক বিভাগে চাকরি || বেতন 19 হাজার 900 টাকা প্রতি মাসে || Indian Post Eight Pass Job 2022 || https://www.indiapost.gov.in/


 


ভারত সরকারের অন্তর্গত ডাক বিভাগ (Indian Post Department) এ আবার নতুন নিয়োগ। এখানে শুধু মাত্র অষ্টম শ্রেনি পাশ করলেই আবেদন করার সুযোগ পাবেন। ‌ভারতের সমস্ত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 

সমস্ত প্রার্থীই এখানে আবেদন করার সুযোগ পাবেন না।

চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি নীচে আলোচনা করা হল-



নোটিশ নম্বরঃ MSE/B-4/XI/2022



নোটিশ প্রকাশের তারিখঃ 19.09.2022


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।



নিয়োগ তথ্য -


কোন কোন পদে নিয়োগ?

#স্কিল্ড আর্টিসান্স (Skilled Artisans)



বেতন -

 প্রতিমাসে 19,900 থেকে 63,200 টাকা।


শিক্ষাগত যোগ্যতা -


অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। 



#এছাড়া যে প্রার্থী MV মেকানিক পদে আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 



বয়সসীমা-

 প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া SC, ST প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



ট্রেড অনুযায়ী মোট শূন্যপদ-

M.V Mechanic – 2

M.V Electrician – 1

Painter – 1

Tyreman – 1




নিয়োগ পদ্ধতি - 

এখানে আপনাকে কম্পিটিটিভ ট্রেড টেস্ট দিতে হবে। তার প্রার্থী নির্বাচিত করা হবে। সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী এই টেস্ট টি নেওয়া হবে।




আবেদন পদ্ধতি -


(1) এখানে আপনাকে অফলাইন এ আবেদন করতে হবে।


(2) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করতে হবে। সেখানে আবেদনের ফর্মটি পাবেন। সেটি প্রিন্ট করতে হবে। 


(3) এরপরে প্রিন্ট আউট করা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।


(4) সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি একটি মুখবন্ধ খামে ভরে নিচের উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।



গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-


1)রঙিন পাসপোর্ট সাইট ছবি।

2)বয়সের প্রমাণপত্র।

3)শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

4)টেকনিক্যাল সার্টিফিকেট।

5)ড্রাইভিং লাইসেন্স।

6)ট্রেড এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।

7)কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)



আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-


The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600006




গুরুত্বপূর্ণ তারিখ -

নোটিশ প্রকাশ -19.09.2022

আবেদন শুরু - 19.09.2022

আবেদন শেষ - 19.10.2022 




Important Links: 👇👇


Official website link -

Click here 🔴



Official notice Download link -

Click here 🔴


________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন


Telegram group-


https://t.me/Jobnewsgovtandpraivate


Whatsapp group-


https://chat.whatsapp.com/FOyQc45Ny1A7acqIc9mKdl

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ