Post Office Recruitment 2022 || মাধ্যমিক পাশে 25,000 টাকা বেতনে ভারতীয় পোস্ট অফিসে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ || Post Office Group-D Recruitment 2022
মাধ্যমিক পাশ করা থাকলেই সরাসরি পশ্চিমবঙ্গের ডাকঘরে D Group কর্মী নিয়োগীকরণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এটি বৃহত্তম সুখবর। লিখিত পরীক্ষা ব্যবস্থা নেই , সরাসরি সাক্ষাৎকারের স্থানে পৌঁছে সাক্ষাৎকার দিয়ে চাকরি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গবাসী ও মাধ্যমিক পাশ করলেই এখানে চাকরি পেয়ে যাবেন। মহিলা পুরুষ সকলেই আবেদন করতে পারেন। চাকরিতে উৎসাহীদের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ ----
সারা ভারতের যে কোনো প্রান্তের নুন্যতম মাধ্যমিক পাস নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা নীচে আলোচনা করা হল -
Postal Assistant/ Sorting Assistant-
এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে লাগবে ৬০ দিনের বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট। তবে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক লেভেলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে নিয়ে লেখাপড়া করেছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কসীটেই কাজ হবে। আলাদা কোনো সার্টিফিকেট এর প্রয়োজন নেই। এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই শারীরিক ভাবে পুরোপুরি সক্ষম হতে হবে অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং সেই সঙ্গে খেলাধুলাতে পারদর্শী হতে হবে। এই পদে ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে SC, ST, OBC এবং PWD শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী ৩-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এবং Ex-Serviceman এ রা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বেতন পাবেন প্রতি মাসে ২৫,০০০-৮১,০০০ টাকা।
Postman/Mailguard-
এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে লাগবে ৬০ দিনের বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট। তবে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক লেভেলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে নিয়ে লেখাপড়া করেছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কসীটেই কাজ হবে। আলাদা কোনো সার্টিফিকেট এর প্রয়োজন নেই। এই পদের জন্য আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই শারীরিক ভাবে পুরোপুরি সক্ষম হতে হবে অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং সেই সঙ্গে খেলাধুলায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই 2/3/4 Wheeler চালাতে জানতে হবে। এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮-২৭ বছর। তবে SC, ST, OBC এবং PWD প্রার্থীরা নিয়মানুযায়ী ৩-১৫ বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এবং Ex-Serviceman এ রা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে বেতন দেওয়া হবে ২১,৭০০-৬৯,১০০ টাকা।
Multi Tasking staff-
এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করতে হবে। এবং সেই সঙ্গে স্থানীয় ভাষায় অর্থাৎ গুজরাটি ভাষায় পারদর্শী হতে হবে এবং মাধ্যমিক লেভেলে গুজরাটি ভাষা বিষয় হিসেবে থাকতে হবে। এবং খেলাধুলায় পারদর্শী হতে হবে। এই পদে আবেদন করতে হলে আপনার বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে । তবে SC, ST, OBC এবং PWD শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী ৩-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এবং Ex-Serviceman এ রা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৮০০০-৫৬,৯০০ টাকা।
আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এর জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট dopsportsrecruitment.in এ যেতে হবে।
২) সেখানে গিয়ে Apply now Option এ ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করারর পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৫) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) আধার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) ড্রাইভিং লাইসেন্স।
৬) সমস্ত খেলাধুলা সম্পর্কিত সার্টিফিকেট।
৭) কাস্ট সার্টিফিকেট।
নির্বাচন পদ্ধতি:- আবেদনকারীদের অ্যাকাডেমিক রেজাল্ট ভিত্তিক একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই মেরিট লিস্ট দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সব শেষে যারা উত্তীর্ণ হবেন তাদের ডেকে নিয়ে সংশ্লিষ্ট পদে ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে সরাসরি চাকরিতে স্থায়ীপদে নিয়োগ করা হবে।
আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ:- গত ২৩/১০/২০২২ তারিখ থেকে আবেদন শুরু এবং এই আবেদন চলবে আগামী ২২/১১/২০২২ তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTICE:
OFFICIAL WEBSTE:
Comments