রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েকশো নতুন আশা কর্মী নিয়োগ || asha karmi recruitment 2022 || www.wbhealth.gov.in
##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর। জেলায় জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগ। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে দুটি জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।
পদের নাম - আশা কর্মী।
শিক্ষাগত যোগ্যতা---
মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিতা, বিধবা বা, বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে।
বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। যেমন তফসিল উপজাতিরা 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শূন্য পদ - কয়েকশো। কোন ব্লকে কতগুলো শূন্য পদ তা পাবেন নীচে দেওয়া সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট এ। অবশ্যই মনে রাখবেন যিনি মে ব্লকে ফর্ম ফিলাপ করছেন, তাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি--- শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করে নিজ নিজ এলাকার বিডিও অফিসে জমা করবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তারপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF _______’ (কোন পদের জন্য আবেদন করছেন)।
কি কি ডকুমেন্ট লাগবে---
1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।
3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।
4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।
5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।
6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।
8) দুটি পাসপোর্ট ছবি।
আবেদনের শেষ তারিখ--- দক্ষিণ দিনাজপুরে 4/11/ 2022 এবং দক্ষিণ ২৪ পরগনা 29/10/2022
নিয়োগের স্থান --
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমা ও গঙ্গারামপুর বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও ক্যানিং-২, মগরাহাট-১, ডায়মন্ডহারবার, বারুইপুর, মথুরাপুর ২ ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।
Official website-
দক্ষিণ দিনাজপুর official website -
দক্ষিণ ২৪ পরগনা official website -
Comments