ইনফোসিস কোম্পানিতে কয়েক হাজার কর্মী নিয়োগ || মাসিক বেতন 24,500 টাকা || Infosys Work From Home Job 2022


 


সমগ্র ভারতের একটি অন্যতম তথ্যপ্রযুক্তি কোম্পানি হল ইনফোসিস লিমিটেড (Infosys Limited)। বর্তমান বিজ্ঞপ্তি তে এই কোম্পানিতে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ এর সব থেকে ভালো খবর হল, এটি বাড়ি থেকেই করা যাবে অর্থাৎ এই কাজটি Work from Home অনুযায়ী করানো হবে। অর্থাৎ যারা বাড়িতে থেকেই কাজ করতে ইচ্ছুক তারা এই কাজটির জন্য আবেদন করতে পারেন। 


সমগ্র ভারত তথা আমাদের রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সরাসরি ইনফোসিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।


 এই নিয়োগ সংক্রান্ত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হল-



নিয়োগের তথ্য (Post Details)


পদের নামঃ ইন্টার্নশিপ (Internship) 


বেতনঃ 24,500 থেকে 34,700 টাকা বেতন দেওয়া হবে। 


শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েশন পাশ (Graduation Pass)।



বয়সসীমাঃ সর্বনিম্ন 18 বছর হতে হবে। এছাড়া সরকারি নিয়মে ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।


মোট শূন্যপদঃ সর্বমোট 1000 এরও বেশি।



চাকরির ধরনঃ ফুল টাইম পার্মানেন্ট চাকরি 


নিয়োগ পদ্ধতিঃ

সর্বপ্রথম প্রার্থীদের একটি পারসোনাল ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে ‌।




আবেদন পদ্ধতিঃ


ইনফোসিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।


অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে গিয়ে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।


তারপর আইভি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করতে হবে।


আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।


এরপরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।


গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) :


নোটিশ প্রকাশ - 15.10.2022

আবেদন শুরু - 15.10.2022

আবেদন শেষ - 18.11.2022 



Official Website -

Click here 🔴



Apply Now -

Click here 🔴



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ