ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কয়েক হাজার লোক নিয়োগ || IOCL Recruitment 2022 || IOCL Trade Apprentice Recruitment 2022 || https://www.iocrefrecruit.in/


 


প্রত্যেক দেশবাসী জানেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পাবলিক সেক্টর। যেটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস দপ্তরের অন্তর্ভুক্ত। প্রায় 56,000 এর বেশি গ্রাহকদের নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোণায় জ্বালানি সরবরাহ করে চলেছে এই কোম্পানি।


সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে কয়েক হাজার অ্যাপ্রেন্টিস শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে পর্যাপ্ত অর্থের স্টাইপেন্ড প্রদান করা হবে। ট্রেনিং শেষে পাবেন স্থায়ী চাকরি।


এখানে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি প্রভৃতি বিস্তারিত ভাবে নীচে আলোচনা করা হলো -



নোটিশ নম্বরঃ HR/RECTT/01/2022(APP)


নোটিশ প্রকাশের তারিখঃ 24.09.2022


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইনের মাধ্যমে।


নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডডেন্ট অপারেটর (Attend Operator)


শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের B.Sc কোর্স পাশ থাকতে হবে।


মোট শূন্যপদঃ 386 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।



(2) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার (Fritter)


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট পদের উপর 2 বছরের ITI কোর্স।


মোট শূন্যপদঃ 161 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(3) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস বয়েলার (Boiler)


শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের B.Sc কোর্স পাশ।


মোট শূন্যপদঃ 54 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 24 মাস।


(4) পদের নামঃ টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল (Chemical)


শিক্ষাগত যোগ্যতাঃ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ ।


মোট শূন্যপদঃ 331 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(5) পদের নামঃ টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল (Mechanical)



শিক্ষাগত যোগ্যতাঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।


মোট শূন্যপদঃ 161 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(6) পদের নামঃ টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল (Electrical)


শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ।


মোট শূন্যপদঃ 188 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(7) পদের নামঃ টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)


শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ।


মোট শূন্যপদঃ 84 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(8) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)  


শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ ।


মোট শূন্যপদঃ 41 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 24 মাস।



(9) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা একাউন্টেন্ট (Accountant)   


শিক্ষাগত যোগ্যতাঃ B.A/B.Sc/B.Com পাশ।


মোট শূন্যপদঃ 39 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 12 মাস।


(10) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)  


শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ।


মোট শূন্যপদঃ 41 টি।


প্রশিক্ষণের সময়সীমাঃ 24 মাস।



বয়সসীমাঃ 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। 

সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



আবেদন পদ্ধতিঃ

শুধু মাত্র অনলাইনের মাধ্যমে।

নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন করার সুযোগ পাবেন ।



অফিসিয়াল ওয়েবসাইটে ”What’s New” বাটনে ক্লিক করে ” go to Engagement of Appreciate Under Refineries Division ” এ যেতে হবে।


তারপরে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন- তারপর ”Apply Online ” বাটনে ক্লিক করতে হবে।


এরপর সম্পূর্ণ তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।



গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-

1)রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

2)বয়সের প্রমাণপত্র।

3)দশম শ্রেণীর মার্কশিট।

4)উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।

5)ITI সার্টিফিকেট।

6)বাসস্থানে প্রমাণ পত্র।

7)কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।



গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-


নোটিশ প্রকাশ - 24.09.2022

আবেদন শুরু - 24.09.2022

আবেদন শেষ - 23.10.2022






 Official Website-

Click here 🔴


Notice Download-

Click here 🔴


Apply Now-

Click here 🔴



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ