Friday, April 29, 2022

জেলার দপ্তরে বেঞ্চ ক্লার্ক (গ্রূপ-ডি) পদে নিয়োগ, বেতনে ১৪,৭৭০ টাকা || WB Bench Clark Recruitment 2022 || WB job news

 





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। আবার বিভিন্ন জেলায় বেঞ্চ ক্লার্ক তথা গ্রূপ-ডি পোস্টে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার নিয়োগ হবে উত্তর দিনাজপুর জেলায়। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- বেঞ্চ ক্লার্ক। (গ্রুপ - ড)

শূন্যপদ- ১ টি। (UR)


বয়স- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার সার্টিফিকেট।

বেতন-  ১৪,৭৭০ টাকা প্রতি মাসে।


আবেদন পদ্ধতি- অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্রটি পাবেন নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট তথা অফিসিয়াল নোটিশ থেকে। এটি ডাউনলোড করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি জমা করবেন, পোস্টের মাধ্যমে।



গুরুত্বপূর্ণ নথি সমূহ:

১) বয়সের প্রমাণপত্র(Self Attested)
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট (Self Attested)
৩) ফটো


জমা দেওয়ার ঠিকানা-
 District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnajora,Pin- 733130


শেষ তারিখ- ০৬/০৫/২০২২ তারিখে বিকেল ৪ টে পর্যন্ত।



Official Notice:

Official Website: 

Thursday, April 28, 2022

রাজ্যে ICDS এ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ || WB ANGANWADI Helper, Worker Recruitment 2022 || ICDS Recruitment 2022



 


পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। ICDS তথা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। নিয়োগ টি হবে পশ্চিমবঙ্গের কিছু ব্লকের শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



পদের নাম:  অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।


বয়স:  18 থেকে 45 বছর। তবে এখানে 65 বছর পর্যন্ত আপনি চাকরি করার সুযোগ পাবেন।


নিয়োগ পদ্ধতি:  প্রথমে হবে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ইন্টারভিউ । সবশেষে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা টি হবে 90 নাম্বারের এবং10 নাম্বারের ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি: আপনাকে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করে ফর্মটি ফিলাপ করে বিডিও অফিসে জমা করতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ফর্মটির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এ গিয়ে আবেদন করতে পারবেন।


তারিখ: কিছু কিছু জায়গায় 23/05/2022 তারিখ পর্যন্ত। কিছু কিছু জায়গায় 09/06/2022 তারিখ পর্যন্ত।


গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:

1. বয়সের প্রমাণপত্র (Self Attested)।

2. বাসিন্দা প্রমাণপত্র (Self Attested)।

3. কাস্ট সার্টিফিকেট ।

4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

5. পাসপোর্ট সাইজের ফটো 3 কপি।

6. ভোটার কার্ড




OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


বন্ধ হতে পারে ফেসবুক, মার্ক জুকারবার্গ এর উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল || Russia and Ukraine War News update


 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন পশ্চিমের দেশ রাশিয়াকে বিশ্বের চোখে দোষী সাব্যস্ত করে দফায় দফায় রাশিয়ার বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জারি করে চলেছে। এই  নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়া যে নিরবে এই নিষেধাজ্ঞা মেনে নেইনি তারই প্রমাণ পাওয়া গেল যখন নতুন পদক্ষেপ হিসেবেই কমলা হ্যারিস, মার্ক জুকেরবার্গ-সহ অন্যদের উপর ভ্রমণের নিষেধাজ্ঞা চাপাল। রাশিয়া সরকারের এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন পশ্চিমি দেশের বেশ কিছু খ্যাতিমান ব্যক্তির নাম রয়েছে।

 
 

কিছু দিন আগেই আমরা জানতে পেরেছিলাম রাশিয়া সরকার মার্ক জুকেরবার্গের ফেসবুক ও ইনস্টাগ্রাম  
 'উগ্রপন্থী প্রতিষ্ঠান' এর তকমা দিয়ে রাশিয়াতে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল।



      রাশিয়ার মন্ত্রণালয় থেকে  সাম্প্রতিক জানা গেছে এই নতুন ভ্রমণ-নিষেধাজ্ঞাতে  থাকা ব্যক্তিদের লিস্টে রয়েছেন ২৯ জন আমেরিকান, ৬১ জন কানাডিয়ান। রাশিয়া ভ্রমণে এই সমস্ত ব্যাক্তিদের উপর  অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞা জারি থাকবে।

Wednesday, April 27, 2022

রাজ্যে 13,000 শূন্যপদে ক্লার্ক, গ্রুপ ডি ও সি পদে নিয়োগ || WB Group c, Group d and Clark Recruitment 2022 || WB job news 2022





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নতুন নিয়োগ হতে চলেছে গ্রুপ সি, গ্রুপ ডি ও ক্লার্ক পদে। শুধু মাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।
প্রায় ১৩ হাজার পদে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


যে সমস্ত পদে নিয়োগ হবে-

1. গ্রুপ সি ( Field Assistant, Foreman, Fieldman,  Section Soil Conservation Field Assistar Worker Jr., Section Asstt, Agriculture or equiv Extension Assistant )

2. গ্রুপ ডি (Group d)

3. ক্লার্ক কর্মী নিয়োগ (Cashier / Accountant  / Jr . Asstt./ Stenographer / LDA)



মোট শূন্যপদ : প্রায় 13,000 পদ। Group-d (1100), Group-c (3700), Clark (8200).


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে কিছু কিছু পোষ্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়া লাগবে কম্পিউটার সার্টিফিকেট।


 বয়স : বয়স হতে ১৮-৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি- 

অনলাইন এর মাধ্যমে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করুন। 
 

 তারিখ : আবেদনের শেষ তারিখ ৩০শে মে।


নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। নিয়োগটি হবে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে। এর পর বের হবে মেরিট লিস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।  


প্রয়োজনীয় ডকুমেন্ট:

1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
3. পাসপোর্ট ছবি
4. কম্পিউটার সার্টিফিকেট




______________________________________________


Tuesday, April 26, 2022

বহির্বিশ্বে সাংকেতিক আমন্ত্রণে নাসার বিজ্ঞানীরা তৎপর, এলিয়েনের হামলার ভয় পাচ্ছেন || NASA alien News || এলিয়েনের খোঁজে নাসার বিজ্ঞানীরা


 




বহির্বিশ্ব এ অন্য সভ্যতার খোঁজ করে চলেছেন নাসার বিজ্ঞানীরা। অন্যান্য বিজ্ঞানীদের আশঙ্কা হচ্ছে, নাসার এই কৌতূহল প্রিয়তা পৃথিবীতে বিপদের ছাপ ফেলতে পারে।  


এলিয়েন তথা ভিনগ্রহীদের খোঁজে বাইরের জগতে সাংকেতিক ভাবে আমন্ত্রণবার্তা পাঠাতে চলেছে নাসা। এই সাংকেতিক বার্তা খুব শীঘ্রই পৌঁছে যাবে ছায়াপথের বিভিন্ন স্থানে। এলিয়েন গবেষকদের অনেকেই মনে করছেন নাসার এই পদক্ষেপ আমাদের পৃথিবীকে বিপদের মুখে টেনে আনতে পারে।


আমরা দেখেছি নাসা অনেক বারই দাবি এনেছে সৌরজগতের বাইরেও অন্য একটি জগৎ আছে, এই জগতে রয়েছে মানুষের মতোনই বুদ্ধিমান প্রাণী। এই সন্দেহটিকে বাস্তবায়িত করার জন্যই নাসার বিজ্ঞানীরা ঠিক করেছেন পৃথিবীর বাইরের জগতে সাংকেতিক আমন্ত্রণ বার্তা পাঠাবে।  

মহাকাশ বিজ্ঞানীদের তরফ থেকে তার জানতে পারি, ১৯৭৪ সালে মহাকাশে এই ধরনের সাংকেতিক বার্তা আগেও পাঠানো হয়েছিল। সাহায্য নেওয়া হয়েছিল রেডিয়ো টেলিস্কোপের। কিন্তু কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। তাই নাসার এই পদক্ষেপকে অন্যান্য এলিয়েন বিষয়ক গবেষকের একাংশ এটাকে পৃথিবীর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন।

Monday, April 25, 2022

পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ || Civic Volunteer Recruitment 2022 || Kolkata Police Civic Volunteer Recruitment 2022


 

     

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নিয়োগ হবে সিভিক ভলান্টিয়ার পদে। আপনি যদি শুধু অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনি আবেদন করার সুযোগ পাবেন। উচ্চতর শিক্ষিত ব্যাক্তিরাও এখানে ফিলাপ করতে পারেন এবং পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশের দপ্তরে নিয়োগ টি হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- সিভিক ভলেন্টিয়ার।
 
মোট শূন্যপদ-  ৩০ টি ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তবেই আবেদন করার সুযোগ পাবেন। সবথেকে বড় ব্যাপার যিনি আবেদন করবেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না। প্রার্থীকে অবশ্যই শারিরীক ভাবে ফিট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কলকাতার অধিবাসী হতে হবে।


বয়স- আবেদনকারীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।


কিভাবে আবেদন করবেন- আপনি একমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে নেবেন। এই অফিসিয়াল নোটিশ থেকে আপনি আবেদন পত্রটি পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করে ফিলাপ করে নেবেন নির্দিষ্ট বয়ানে। সম্পূর্ণ ফর্মটি পূরণ করে তার সাথে গুরুত্বপূর্ণ নথি সেঁটে দেবেন। তারপর খামে ভরে পাঠাবেন। খামের উপর অবশ্যই লিখে দেবেন ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’.



আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- 
The Deputy Commissioner of Police, Central Division, Kolkata Chairman, Selection Committee 

এই দপ্তরে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে সরাসরি জমা দিতে হবে।

ফর্মের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন-
১) বয়সের প্রমাণপত্র (Self Attested)।
২) আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেকোনো একটি (Self Attested)।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজ ফটো।
৫) আরও যদি অন্য কোনো ডিগ্রি থাকে, তার সার্টিফিকেট।


প্রার্থী নির্বাচন পদ্ধতি- এখানে ইন্টারভিউ দিয়ে
প্রার্থীরা নির্বাচিত হবেন।

আবেদনের শেষ তারিখ- ২৬ শে এপ্রিল, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।




Application form: 




Official Website: 

Wednesday, April 20, 2022

অষ্টম পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি চাকরি, বেতন 19900/- || India Post Group D Recruitment 2022 || Indian post Recruitment


 



চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন পাবেন অনেক - ১৯৯০০ টাকা। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



শিক্ষাগত যোগ্যতা:


যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত রাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।


বয়সসীমা:-


আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



আবেদন পদ্ধতি:- 


আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর পোস্টে পাঠালেই হবে।



প্রয়োজনীয় ডকুমেন্ট:-


1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট


2.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।


3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে


4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড


5. পদ অনুযায়ী যেসমস্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট লাগবে তা অফিসিয়াল নোটিশ এ দেওয়া আছে।



নিয়োগ প্রক্রিয়া:-


এখানে নিয়োগ হবে সরাসরি। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই করে। অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এর পর ইন্টারভিউ। এরপর কর্ম অভিজ্ঞতা যাচাই করা হবে। সবশেষে মেরিট লিস্ট।




বেতনক্রম:


জয়েন হওয়ার সাথে সাথেই 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী।



পদের নাম:-


যে সমস্ত নিয়োগ হবে সেগুলি হলো, মেকানিক, টায়ার ম্যান, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ ইত্যাদি পদ।



আবেদনের সময়সীমা: 


আগামী 09/05/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।




OFFICIAL NOTIFICATION:-


Click here


OFFICIAL WEBSITE:-

Click here


অষ্টম পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি চাকরি, বেতন 19900/- || India Post Group D Recruitment 2022 || Indian post Recruitment





চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন পাবেন অনেক - ১৯৯০০ টাকা। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


শিক্ষাগত যোগ্যতা:

যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত রাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা:-

আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:- 

আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর পোস্টে পাঠালেই হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট:-

1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট

2.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড

5.  পদ অনুযায়ী যেসমস্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট লাগবে তা অফিসিয়াল নোটিশ এ দেওয়া আছে।


নিয়োগ প্রক্রিয়া:-

এখানে নিয়োগ হবে সরাসরি। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই করে। অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এর পর ইন্টারভিউ। এরপর কর্ম অভিজ্ঞতা যাচাই করা হবে। সবশেষে মেরিট লিস্ট।



বেতনক্রম:

জয়েন হওয়ার সাথে সাথেই 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী।


পদের নাম:-

যে সমস্ত নিয়োগ হবে সেগুলি হলো, মেকানিক, টায়ার ম্যান, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ ইত্যাদি পদ।


আবেদনের সময়সীমা: 

আগামী 09/05/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।



OFFICIAL NOTIFICATION:-


OFFICIAL WEBSITE:-

Monday, April 11, 2022

রাজ্যে আবার বন্ধন ব্যাংকে 10 হাজার কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 || পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 @bandhanbank.com

 


 



রাজ্যে আবার নতুন নিয়োগ। নিয়োগ টি হবে বন্ধন ব্যাঙ্কে। বর্তমানে ভারতে প্রায় 250 টির মতন নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। এই নতুন ব্রাঞ্চ গুলোর জন্য প্রায় 10,000 শূন্য পদে নতুন কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


মোট শূন্যপদ: নতুন নতুন ব্রাঞ্চের জন্য প্রায় 10,000 এর বেশি লোক নেওয়া হবে।  


শিক্ষাগত যোগ্যতা:  মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগটি হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করবেন ব্যাঙ্ক কর্মীর উচ্চ পদে নিয়োগ হবে।


বেতন: প্রাথমিক স্তরে 14,500/- টাকা । প্রতিবছর বেতন বৃদ্ধি হবে। এছাড়া প্রমোশন হতে থাকবে।


বয়স: প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যক।



লোকেশন: যেহেতু সমগ্র রাজ্যজুড়ে নিয়োগ টি হবে। তাই আপনার পোস্টিং আপনার বাড়ি থেকে 100 কিলোমিটারের মধ্যে হবে।


আবেদন পদ্ধতি: নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এলাকার লোকাল ব্রাঞ্চে গিয়ে ও অফলাইনে আবেদন করতে পারবেন।


##এখানে চাকরি প্রার্থীদের জন্য ছুটির ব্যবস্থা রয়েছে। এছাড়া ভালো কাজ করলে ম্যানেজার পদে প্রমোশন হতে পারে। যদি আপনার কাছে রেফারেন্স থাকে তাহলে আপনি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন।


OFFICIAL WEBSITE: 

ONLINE APPLY : 



_______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


Thursday, April 7, 2022

কলকাতা পুর নিগমে ১০৭ জন মজদুর ও পরিবেশ বন্ধু নিয়োগ || পরিবেশ বন্ধু নিয়োগ || Kolkata municipal corporation Recruitment 2022


 



মজদুর:-

পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন চাকরির সুখবর বের হয়েছে কলকাতা পুর নিগমের তরফ থেকে। কলকাতার পুর নিগমে ‘কনজার্ভেন্সি মজদুর' পদে নতুন ছেলেমেয়ে নেওয়া হবে মোট ১০৪ জন। কর্মীকে অবশ্যই বাংলা, ইংরিজি ও হিন্দি/উর্দু /নেপালি/ওড়িয়া ভাষা লিখতে ও পড়তে জানতে হবে তবেই আবেদন করতে পারবেন।

প্রার্থী বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


##কাজ হিসেবে আপনাকে শহরের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করতে হবে, রাস্তা পরিস্কার করতে হবে, আবর্জনা ফেলতে হবে। প্রার্থীর অবশ্যই হাতে টানা গাড়ি, ব্যাটারিচালিত হাইড্রলিক ডাম্পার্স, পায়ে চালানো ভ্যান ও অটো ট্রিপার ট্রাক চালানোর দক্ষতা থাকতে হবে।  


##মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করবে। সর্বপ্রথম লেখা ও পড়ায় দক্ষতা দেখা হবে। এরপর ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে আপনার আবর্জনা সরানো, লোডিং-আনলোডিং সংক্রান্ত কাজের টেস্ট নেওয়া।


বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে: 

 দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিল লাস্ট ডেট।

 পরীক্ষা ফী - ২০০(তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০)টাকা জমা করতে হবে।


পরিবেশবন্ধু:-

‘পরিবেশবন্ধু' পদে কলকাতা পুর নিগমে কাজের জন্য ৩ জন লোক নেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রতিটি পদই প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। প্রার্থী নির্বাচন করবে মিউনিসিপ্যাল কর্পোরেশন।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিলের লাস্ট ডেট। 

অফিসিয়াল ওয়েবসাইটে : Click here

Tuesday, April 5, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন || WB Aasha Karmi Recruitment 2022 || আশা কর্মী নিয়োগ


 

পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য নতুন চাকরির সুখবর। রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র এই পদে মহিলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- আশা কর্মী।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।


বয়স- আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।


আবেদনের পদ্ধতি-  অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর সেটি বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি খামে ভরে জমা করবেন সঙ্গে ৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।

নিয়োগের স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত ৫টি ব্লকে নিয়োগ করা হবে।

আবেদন ফী- সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।


প্রয়োজনীয় নথিপত্র:

১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর মৃত্যু শংসাপত্র।





Official Notice: 


Official Website: 

Friday, April 1, 2022

রাজ্যে SSC মাধ্যমে 6000 গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ || SSC MTS recruitment 2022 || SSC Havildar recruitment 2022


 



##SSC পরীক্ষার মাধ্যমে রাজ্যে গ্রুপ ডি পদে (MTS & HAVILDAR) নতুন কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা শুধু মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আমাদের রাজ্যের 23 টি জেলা থেকেই প্রার্থীরা (পুরুষ ও মহিলা ) আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সমস্ত বিবরণ নীচে আলোচনা করা হল-


পদ গুলির নাম: যে সমস্ত গ্রুপ -ডি পোস্টে নিয়োগ হবে সেই গুলো হল-
MTS (Multi Tasking staff)
Havaldar in CBIC and CBN


কতগুলো শূন্যপদ : MTS ও Havildar দুটি পোস্ট মিলিয়ে প্রায় 6000-8000 এর ও বেশি কর্মী নিযুক্ত করা হবে।



বয়স: আবেদন কারীর বয়স 18 - 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


  শিক্ষা গত যোগ্যতা: গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের শুধু মাত্র মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।


মোট বেতন: 18,000/- টাকা থেকে 25,000/- টাকা প্রতি মাসে আপনি বেতন পাবেন।



গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ 22-03-2022 তারিখ থেকে আবেদন চলবে 30-04-2022 তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি: SSC র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে দেখে নিন এছাড়া নীচে অফিসিয়াল নোটিশ টি ও দেওয়া আছে ডাউনলোড করে নিন।



আবেদন ফি:  জেনারেল বা OBC প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য লাগবে। ST/Sc প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।



নিয়োগ পদ্ধতি: প্রথমে হবে লিখিত পরীক্ষা ও দ্বিতীয় ধাপে ইন্টারভিউ। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থী নির্বাচন করা হবে।



OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________