রাজ্যে আবার বন্ধন ব্যাংকে 10 হাজার কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 || পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 @bandhanbank.com

 


 



রাজ্যে আবার নতুন নিয়োগ। নিয়োগ টি হবে বন্ধন ব্যাঙ্কে। বর্তমানে ভারতে প্রায় 250 টির মতন নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। এই নতুন ব্রাঞ্চ গুলোর জন্য প্রায় 10,000 শূন্য পদে নতুন কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


মোট শূন্যপদ: নতুন নতুন ব্রাঞ্চের জন্য প্রায় 10,000 এর বেশি লোক নেওয়া হবে।  


শিক্ষাগত যোগ্যতা:  মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগটি হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করবেন ব্যাঙ্ক কর্মীর উচ্চ পদে নিয়োগ হবে।


বেতন: প্রাথমিক স্তরে 14,500/- টাকা । প্রতিবছর বেতন বৃদ্ধি হবে। এছাড়া প্রমোশন হতে থাকবে।


বয়স: প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যক।



লোকেশন: যেহেতু সমগ্র রাজ্যজুড়ে নিয়োগ টি হবে। তাই আপনার পোস্টিং আপনার বাড়ি থেকে 100 কিলোমিটারের মধ্যে হবে।


আবেদন পদ্ধতি: নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এলাকার লোকাল ব্রাঞ্চে গিয়ে ও অফলাইনে আবেদন করতে পারবেন।


##এখানে চাকরি প্রার্থীদের জন্য ছুটির ব্যবস্থা রয়েছে। এছাড়া ভালো কাজ করলে ম্যানেজার পদে প্রমোশন হতে পারে। যদি আপনার কাছে রেফারেন্স থাকে তাহলে আপনি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন।


OFFICIAL WEBSITE: 

ONLINE APPLY : 



_______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ