রাজ্যে SSC মাধ্যমে 6000 গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ || SSC MTS recruitment 2022 || SSC Havildar recruitment 2022


 



##SSC পরীক্ষার মাধ্যমে রাজ্যে গ্রুপ ডি পদে (MTS & HAVILDAR) নতুন কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা শুধু মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আমাদের রাজ্যের 23 টি জেলা থেকেই প্রার্থীরা (পুরুষ ও মহিলা ) আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সমস্ত বিবরণ নীচে আলোচনা করা হল-


পদ গুলির নাম: যে সমস্ত গ্রুপ -ডি পোস্টে নিয়োগ হবে সেই গুলো হল-
MTS (Multi Tasking staff)
Havaldar in CBIC and CBN


কতগুলো শূন্যপদ : MTS ও Havildar দুটি পোস্ট মিলিয়ে প্রায় 6000-8000 এর ও বেশি কর্মী নিযুক্ত করা হবে।



বয়স: আবেদন কারীর বয়স 18 - 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


  শিক্ষা গত যোগ্যতা: গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের শুধু মাত্র মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।


মোট বেতন: 18,000/- টাকা থেকে 25,000/- টাকা প্রতি মাসে আপনি বেতন পাবেন।



গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ 22-03-2022 তারিখ থেকে আবেদন চলবে 30-04-2022 তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি: SSC র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে দেখে নিন এছাড়া নীচে অফিসিয়াল নোটিশ টি ও দেওয়া আছে ডাউনলোড করে নিন।



আবেদন ফি:  জেনারেল বা OBC প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য লাগবে। ST/Sc প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।



নিয়োগ পদ্ধতি: প্রথমে হবে লিখিত পরীক্ষা ও দ্বিতীয় ধাপে ইন্টারভিউ। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থী নির্বাচন করা হবে।



OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________



Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024