কলকাতা পুর নিগমে ১০৭ জন মজদুর ও পরিবেশ বন্ধু নিয়োগ || পরিবেশ বন্ধু নিয়োগ || Kolkata municipal corporation Recruitment 2022


 



মজদুর:-

পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন চাকরির সুখবর বের হয়েছে কলকাতা পুর নিগমের তরফ থেকে। কলকাতার পুর নিগমে ‘কনজার্ভেন্সি মজদুর' পদে নতুন ছেলেমেয়ে নেওয়া হবে মোট ১০৪ জন। কর্মীকে অবশ্যই বাংলা, ইংরিজি ও হিন্দি/উর্দু /নেপালি/ওড়িয়া ভাষা লিখতে ও পড়তে জানতে হবে তবেই আবেদন করতে পারবেন।

প্রার্থী বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


##কাজ হিসেবে আপনাকে শহরের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করতে হবে, রাস্তা পরিস্কার করতে হবে, আবর্জনা ফেলতে হবে। প্রার্থীর অবশ্যই হাতে টানা গাড়ি, ব্যাটারিচালিত হাইড্রলিক ডাম্পার্স, পায়ে চালানো ভ্যান ও অটো ট্রিপার ট্রাক চালানোর দক্ষতা থাকতে হবে।  


##মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করবে। সর্বপ্রথম লেখা ও পড়ায় দক্ষতা দেখা হবে। এরপর ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে আপনার আবর্জনা সরানো, লোডিং-আনলোডিং সংক্রান্ত কাজের টেস্ট নেওয়া।


বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে: 

 দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিল লাস্ট ডেট।

 পরীক্ষা ফী - ২০০(তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০)টাকা জমা করতে হবে।


পরিবেশবন্ধু:-

‘পরিবেশবন্ধু' পদে কলকাতা পুর নিগমে কাজের জন্য ৩ জন লোক নেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রতিটি পদই প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। প্রার্থী নির্বাচন করবে মিউনিসিপ্যাল কর্পোরেশন।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিলের লাস্ট ডেট। 

অফিসিয়াল ওয়েবসাইটে : Click here

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ