রাজ্যে ICDS এ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ || WB ANGANWADI Helper, Worker Recruitment 2022 || ICDS Recruitment 2022



 


পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। ICDS তথা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। নিয়োগ টি হবে পশ্চিমবঙ্গের কিছু ব্লকের শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



পদের নাম:  অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।


বয়স:  18 থেকে 45 বছর। তবে এখানে 65 বছর পর্যন্ত আপনি চাকরি করার সুযোগ পাবেন।


নিয়োগ পদ্ধতি:  প্রথমে হবে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ইন্টারভিউ । সবশেষে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা টি হবে 90 নাম্বারের এবং10 নাম্বারের ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি: আপনাকে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করে ফর্মটি ফিলাপ করে বিডিও অফিসে জমা করতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ফর্মটির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এ গিয়ে আবেদন করতে পারবেন।


তারিখ: কিছু কিছু জায়গায় 23/05/2022 তারিখ পর্যন্ত। কিছু কিছু জায়গায় 09/06/2022 তারিখ পর্যন্ত।


গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:

1. বয়সের প্রমাণপত্র (Self Attested)।

2. বাসিন্দা প্রমাণপত্র (Self Attested)।

3. কাস্ট সার্টিফিকেট ।

4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

5. পাসপোর্ট সাইজের ফটো 3 কপি।

6. ভোটার কার্ড




OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ