রাজ্যে 13,000 শূন্যপদে ক্লার্ক, গ্রুপ ডি ও সি পদে নিয়োগ || WB Group c, Group d and Clark Recruitment 2022 || WB job news 2022
পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নতুন নিয়োগ হতে চলেছে গ্রুপ সি, গ্রুপ ডি ও ক্লার্ক পদে। শুধু মাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।
প্রায় ১৩ হাজার পদে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
যে সমস্ত পদে নিয়োগ হবে-
1. গ্রুপ সি ( Field Assistant, Foreman, Fieldman, Section Soil Conservation Field Assistar Worker Jr., Section Asstt, Agriculture or equiv Extension Assistant )
2. গ্রুপ ডি (Group d)
3. ক্লার্ক কর্মী নিয়োগ (Cashier / Accountant / Jr . Asstt./ Stenographer / LDA)
মোট শূন্যপদ : প্রায় 13,000 পদ। Group-d (1100), Group-c (3700), Clark (8200).
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে কিছু কিছু পোষ্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়া লাগবে কম্পিউটার সার্টিফিকেট।
বয়স : বয়স হতে ১৮-৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি-
অনলাইন এর মাধ্যমে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করুন।
তারিখ : আবেদনের শেষ তারিখ ৩০শে মে।
নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। নিয়োগটি হবে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে। এর পর বের হবে মেরিট লিস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
3. পাসপোর্ট ছবি
4. কম্পিউটার সার্টিফিকেট
______________________________________________
Comments