আনন্দ ধারা
বিজন বেপারী
শরতের মেঘ শুভ্র ধবল
যায় সে অজানা দেশে
পঙ্খিরাজের রথে চেপে যায়
রাজার মতোন বেশে।
কাশ বনে হায় দোল দিয়ে যায়
দক্ষিণা সমিরণ,
মধুময় ক্ষন গোধূলি বেলায়
থাকেনা ঘরেতে মন।
বলাকার ডানা নিরবধি চলে
ওই দিগন্ত' দিকে
সামনে দাঁড়িয়ে সাঁঝের কুয়াশা
ধোঁয়ার মতোন ফিকে।
মাধুরী মিশিয়ে রাঙিয়ে নৌকা
পাল তুলে যায় মাঝি
কৃষকের মুখে রাশি রাশি হাসি
বিলাতেও আজ রাজি।
ঋতুরাণী আজ শিউলি তলায়
গলাগলি খায় সুখে
মুচকি হাসিতে খোকা খুকি আয়
আনন্দ ধারা মুখে।
No comments:
Post a Comment