Tuesday, October 29, 2024

রক্তাক্ত হৃদয় - ইলা সূত্রধর || Roktakto Hridoy - Ila Sutradhar || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 রক্তাক্ত হৃদয় 

     ইলা সূত্রধর


নিতান্তই অনাদরে পড়ে থাকা 

একটি প্রস্তরখণ্ডের টুকরোকে 

কেটে কেটে গড়ে তুলেছো -

নিখুঁত সৌন্দর্যের মূর্তি।


কাল কোন সংগ্রহশালায়,কিংবা 

কারো ঘরে শোভাবর্ধিত করবে- 

তোমার ভাস্কর্যটি; অথবা 

নিষ্প্রাণ অস্তিত্বেও প্রাণ প্রতিষ্ঠা হবে।

নিষ্ঠা আর বিশ্বাসে পূজা পাবে -

জেগে উঠবে হৃদয়,

নামহীন গোত্রহীন শিলাখন্ড হয়ে উঠবে দেবী !


শিল্পের সৃষ্টিকর্তাকে 

প্রশংসায় ভরিয়ে দেবে সমাজ,

প্রচারে ছয়লাপ হয়ে উঠবে মিডিয়া।

তুমি আনন্দ ও গর্বের রসনায় তৃপ্ত হবে !


আঘাতে আঘাতে -

শুধু পাথরই জানবে 

কতটা রক্তাক্ত হয়েছে হৃদয় !

No comments: