বহু দিন পরে - তীর্থঙ্কর সুমিত || কবিতা || Poetry
বহু দিন পরে
তীর্থঙ্কর সুমিত
বহু পথ অতিক্রান্ত হয়ে গেছে
এখন কেউ কারোর মুখ দর্শন করিনা
ঘড়ির বক্সে আর্কেমেডিসের সূত্র লিখে রাখা
সবুজ দেখা সূর্য গত তিনদিন মেঘাচ্ছন্ন
পদ্মপাতার থালায় মা ভাত বেড়ে রেখেছে
পোষা বিড়াল ও এখন মুখ ফেরায় মাছ না পেলে
আমার একাদশী অনন্তকাল...
পদ্মপাতায় রোজ জল ঢালি আর মুখ শুদ্ধি করি
একবিংশ শতাব্দীর একাকিত্বে
শরতের কাশ শীতেতে মাথা নুইয়ে মাটিতে ঝরে যাচ্ছে
ক্রমশ ঝরে যেতে থাকছে
Comments