অবস্থান - বিকাশ মন্ডল || কবিতা || Poetry
অবস্থান
বিকাশ মন্ডল
এই অবস্থান, আমি জানি, অসুবিধাজনক
শিশুরা তবুও সেভাবেই বসে পড়ে, লেখে।
মাত্র কয়েক মুহূর্ত, চকিতে পাল্টায় ; সেকারণে
চঞ্চল নামে তাকে ডাকি। অবস্থান পাল্টানো
এখন ভীষন জরুরী।নিদেন পড়ার ঘর একটা
একটি চেয়ার, একটা টেবিল আর সুধীরতা চাই
Comments