তবু জেহাদ - গৌতম তালুকদার || কবিতা || Poetry
তবু জেহাদ
গৌতম তালুকদার
দেবতার গ্ৰাস কেটে যায় প্রাশ্চিত্বে
দু'পেয়েদের কুনজর বংশবিস্তারে
এগিয়ে রাখে থাকে অগ্ৰণী ভুমিকা।
সবে তো কলির ঘোর ,কঠিন বরফ
ঢেকে রেখেছে মৌসুমী সকাল সন্ধ্যা
কালো পাথরেরচাই নৃত্য করে এবেলা।
আমানতের জরাজীর্ণ পৃষ্টায় পচনপাক
সাধুবার্তার বির্বতনে ঢেউয়ের বৃক্রিতি।
তবু জেহাদ, হুঙ্কার দিয়ে ছুটে যায় ট্রেন
বুড়ো চামড়ায় যুবশক্তি জাগ্ৰত থাকবেই।
Comments