Sunday, January 29, 2023

তবু মনে রেখো - পিউ সাহা বাড়ৈ || কবিতা || Poetry

 তবু মনে রেখো

       পিউ সাহা বাড়ৈ


বৃষ্টি ঝরুক,তবু মনে রেখো

লক্ষ টাকে কেড়ে বলে,

মূহুর্তদের ধার করেছি

নীলাচলের গভীর জলে


যদি পুরাতনে ঢাকা পড়ে;

মেঘবালিকাকে সাক্ষী রেখে, 

কুহেলিকা আবারও হারায়

রঙিন সময়ের রঙ মেখে


মনের কোনে ইচ্ছে ঘুড়ি

খোলা আকাশ শব্দ ভাসায়

নিজের ভিতর 'তুই'খুঁজতে

অবাধ্য কবির কবিতা লেখায়। 


নবপ্রেমের জালে পড়ে,তারই মাঝে

বজ্র হয়ে ঝরে পরো খুশি হবো, 

নির্দ্বিধায় সেই আশায়

সজ্জিত হোক,প্রসূনমঞ্চ হয়ে রবো। 


জ্বলবো আমি রবির মায়ায়

গুপ্তধনের জহুরী বেশে

পরক স্রোতে নিত্য ভাঙি 

হারানো মায়ায়,ভোলান্তির দেশে।

No comments: