পার্ক - দেবাশীষ ঘোষ || কবিতা || Poetry

 পার্ক

         দেবাশীষ ঘোষ

 


অল্প একটু আলো

পার্কের কিনারায় এসে পড়লো,

 

 আড়াল চোখে দেখলো

 উপবিষ্ট ঝাউ,


 দোলনায় পিঠ পেতে 

 ভাব রাখে

  দু এক ফোঁটা

 ঝিরিঝিরি বৃষ্টি,


 বাতাসের ছাউনিতে

  দু- দণ্ড পাশাপাশি

                  আর

                 

 কিছুটা পাগলামি 

 তুমি রাখলে আমার হাতে।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ