স্বদেশ প্রেমিক - পাভেল রহমান || কবিতা || Poetry

 স্বদেশ প্রেমিক

          পাভেল রহমান



এই দেশকে বিশ্ব সমুখে তুলে ধরিলে যারা উর্ধ্বে

তাহারাই স্বদেশ প্রেমিক,তারাই সব নরোর্ধ্বে।

  যারা বাঁচায় দেশের মান

দেশ সেবায় সপে দেয় প্রাণ

তারাই মহান , হৃদে স্থান

তাহারাই পায়; অপমান সয়, তবু না ছাড়ে দেশভক্তি

তারাই দেশের মান রক্ষক,তারাই দেশের চালিকা শক্তি।


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ