ছাতা
অনিন্দ্য পাল
তপন অটোটাতে উঠে বসলো। মিনিট দশেক আছে হাতে। সাত মিনিট লাগে এখান থেকে স্টেশন। হঠাৎ হাতটা খালি খালি লাগে তপনের। কী ছিল হাতে? ওহ্ ছাতাটা! এই জন্যই নেয় না, বুড়ি মা কে মনে মনে কুকথা বলে নেমে এল অটো থেকে। ওষুধের দোকানে ফেলে এসেছে নিশ্চয়ই। সেদিকে পা চালালো দ্রুত। ছাতাটা পেয়ে গেল, দোকানদার হেসে বলল, মিষ্টি পাওনা রইলো! তপন অটোর দিকে কয়েক পা বাড়িয়েছে মাত্র, হঠাৎ বিকট আওয়াজ! দ্যাখে, একটা ফুল পাঞ্জাব লরি আছড়ে পড়েছে অটোটার উপর। পিষে গেছে চালক আর এক সহযাত্রী।
কেমন একটা অস্বস্তি হয় তপনের। বুক ফেটে কান্না বের হয়ে আসতে চায়। মা, মাগো-- দ্বিতীয় বার জন্ম দিলে মা! কালো রঙের ছাতাটা বুকে জড়িয়ে ফুটপাতের উপরেই বসে পড়ল তপন।
No comments:
Post a Comment