গ্রুপ-সি সুপারভাইজার পদে চাকরি || BECIL Group C Supervisor Recruitment || WB Job news 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনাসাল্টেশন ইন্ডিয়া লিমিটেড (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) অর্থাৎ BECIL এর তরফে শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে নিয়োগ করা হবে গ্রুপ-সি সুপারভাইজার পদে । পোস্টিং দেওয়া হবে রাজ্যের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
File No. BECIL/HRMS/CNCI/Advt.2023/328
নোটিশ নং – 328
নোটিশ প্রকাশ – 12.06.2023
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য :
1. পদের নাম- নাইট সুপারভাইজার / Night Supervisor
শূন্যপদ – 4 টি ।
যোগ্যতা – গ্র্যাজুয়েশন। হসপিটাল অপারেশনে নূন্যতম 7 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক । হসপিটাল অপারেশনে 5 বছরের অভিজ্ঞতা সাথে BHM/MHM করে থাকা আবশ্যক।
বয়সসীমা – প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই
বেতনক্রম – মাসিক 30,000 টাকা ।
পোস্টিং – নির্বাচিত প্রার্থীদের নিউ টাউন ক্যাম্পাসে পোস্টিং দেওয়া হবে।
2. পদের নাম- সুপারভাইজার / Supervisor
শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – গ্র্যাজুয়েশন। হসপিটাল অপারেশনে নূন্যতম 7 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক । হসপিটাল অপারেশনে 5 বছরের অভিজ্ঞতা সাথে BHM/MHM করে থাকা আবশ্যক।
বয়সসীমা – প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই
বেতনক্রম – মাসিক 30,000 টাকা ।
পোস্টিং – নির্বাচিত প্রার্থীদের হাজরা ক্যাম্পাসে পোস্টিং দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি :
শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এর জন্য www.becil.com এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন ফি :
এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :
26 জুন, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links):
অফিসিয়াল নোটিশ:
অনলাইনে আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Comments