Saturday, September 30, 2023

কুনিও ইয়ানাগিতা - শংকর ব্রহ্ম || Kunio Yanagita - Sankar Brahma ||Article || প্রবন্ধ || নিবন্ধ

কুনিও ইয়ানাগিতা (Kunio Yanagita)

[জাপানী লেখক, পণ্ডিত এবং লোককাহিনীবিদ্]


শংকর ব্রহ্ম




      'কুনিও ইয়ানগিতা' ছিলেন ফুকুশাকি শহরে, হয়োগো এলাকা বসবাসকারী মাৎসুওকা পরিবারের পঞ্চম সন্তান। কুনিও ইয়ানগিতা, ৩১শে জুলাই , ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন।


            তাঁর জন্মনাম ছিল কুনিও মাৎসুওকা (বা মৎসুওকা কুনিও, জাপানি মতে), তাঁর জাপানি নাম 'হিরাগানা ''কিউজিতাই 'শিঞ্জিতাই' .রোমানীকরণ মতে নাম - 'Yanagita Kunio'. 


              তাকে এক নাওহেই ইয়ানগিতা নামক বিচারকের পরিবার আশ্রয় দেয়। একটি ছোট ছেলে বা একটি পুরুষকে নিজের পরিবারে আশ্রয় দেওয়া, উত্তরসূরি হওয়ার কারণে, তখনকার যুগের প্রচলিত প্রথা ছিল। এটা বিবাহের মাধ্যমে হতো, পুরুষটি আশ্রিত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ করে মেয়ের পরিবারের অঙ্গ হতো। এই ক্ষেত্রে, নাওহেইর পুত্রী তাকা এবং ভবিষত্বের লোককাহিনীবিদের মধ্যে একটি সম্বন্ধ করা হয়। এই বিবাহ চুক্তিটি ১৯০১ সালে হয় এবং ওনার নাম বদলে কুনিও ইয়ানগিতা হয়।


তাঁর পিতা ইয়াকুসাই মাৎসুওকা (পিতা) নাওহেই ইয়ানগিতা (শ্বশুর)।



               ছোটবেলা থেকে ইয়ানগিতার সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। কবিতায় ওনার বিশেষ আকর্ষণ বোধ করত। উনি পাশ্চত সাহিত্যের অনুগামীও ছিলেন। যখন তাঁর লোককথার প্রতি কৌতূহল হয়, উনি এডওয়ার্ড বুরনেট টেলরের এবং অন্যান্য পাশ্চত জাতিবিদের (anthropologists) জাতীতত্ব (ethnology) সংক্রান্ত লেখা পড়েন। এই পড়াশুনোর প্রভাব ওনার নিজেস্ব গবেষণায় দেখা যায়।



               মাৎসুওকা ভাইরা, ইয়ানগিতার পরিবার ছাড়ার আগে ইয়ানাগিতা টোকিও বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পাশ করে, কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্গত কৃষি প্রশাসন দপ্তরে আমলার পদে নিযুক্ত হন। তিনি আমলা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন, তবে গ্রামীণ জাপান এবং তার লোকঐতিহ্যের প্রতি আগ্রহ গড়ে উঠে। এটি তাঁর কর্মজীবনে পরিবর্তন ঘটায়। তাঁর এই উদ্যোগের ফলস্বরূপ, জাপানে লোককাহিনীবিদ্যা (মিনজোকুগাকু) একটি শিক্ষার বিষয় রূপে প্রতিষ্ঠিত হয়। ইয়ানগিতাকে প্রায়শই আধুনিক জাপানি লোককাহিনী অধ্যয়নের জনক হিসাবে মানা হয়।


          মোট কুড়ি বছর চাকরি করেন ইয়ানাগিতা। আমলা হিসেবে, উনি জাপানের প্রধান দ্বীপ হোনশুর গ্রামীণ এলাকায় প্রায় যাতায়াত করতেন। এই যাত্রার দরুন ইয়ানাগিতার মনে গ্রামীণ জীবনশৈলী এবং কৃষি অর্থনীতির প্রতি আগ্রহ জন্মায়।


           তিনি আনুষ্ঠানিকভাবে ১৯০৪ সালে 'তাকা ইয়ানগিতা'-কে বিয়ে করেছিলেন।



          ইয়ানাগিতা নিজের সহ-আমলাদের স্থানীয় স্বশাসনের প্রতি উদাসীন মনোভাবের নিন্দা করা শুরু করলেন। ইয়ানাগিতা ক্রমে এই স্বশাসনের সমর্থনে আওয়াজ ওঠাতে শুরু করলেন। ওনার মতে কৃষিনীতির, বড়লোক জমিদারের ওপর ভিত্তি না করে ছোট কৃষকদের সমবায়ের ওপর ভিত্তি করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে সরকারের তরফ থেকে ওনার মতামতের বিরোধিতা করা হয়, যার কারণে উনি আমলার চাকরি ছেড়ে দেন, এবং লোককাহিনীবিদ্যার দিকে অগ্রসর হন।



                 কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইস্তফা দেয়ার পর ইয়ানাগিতার সুযোগ হয় গ্রামীন জাপানকে আরও ভালভাবে অনুসন্ধান করার। উনি ঘুরে-ঘুরে লোককথা, গল্প, প্রথা, লোকবিস্বাস আদি সংগ্রহ করে তাদের গভীর পর্যালোচনা করা শুরু করলেন। এই সময় ইয়ানাগিতার সাহিত্যিক বন্ধুরা, তার মধ্যে লেখক 'শিমাজাকি টোশন' অন্যতম, তাঁর নিজের লোককথা এবং গ্রামীন প্রথার ওপর গবেষণা প্রকাশিত করার অনুপ্রেরণা দিতে লাগলেন। এই সব লেখা এবং গবেষণার অন্যতম উদাহরণ হচ্ছে ১৯১২ সালে প্রকাশিত বই টোনোর গল্পকথা (টোনো মোনোগাতারি / The Legends of Tono)। এই বইতে ইয়ানাগিতা ইবাতে অঞ্চলের টোনো নামক একটি পাহাড় ঘেরা গ্রামের (এখন শহর) লোককথা, লোকবিস্বাস, প্রথা, গল্প আদি সংগ্রহ করেন। এটি ওনার সবচেয়ে জনপ্রিয় কাজ।


                    এরপর, ইয়ানাগিতা লোককথা নিয়ে নৃবিজ্ঞানগামী (anthropological) গবেষণা শুরু করেন, যার জন্য তিনি আজও প্রসিদ্ধ। তিনি নিজের আরও কাজ প্রকাশিত করেন, তার মধ্যে অনেকগুলো লোককাহিনীবিদ 'কিজেন সাসাকি-র সহযোগিতায়।



                স্থানীয় লোককথার ওপর ইয়ানাগিতার একাগ্রতা, জাতীয় ইতিহাসে জন-সাধারণের জীবন তুলে ধরার ওনার বৃহত্তর চেষ্টার স্বরূপ ছিল। তাঁর বক্তব্য ছিল ইতিহাস গবেষণা এবং লেখায় খালি অভিজাতদের সঙ্গে হওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ পাওয়া যায়। এর ফলে সাধারণ মানুষের ইতিহাস বাদ পড়ে যায় এবং এরকম মনে হয় যে সাধারণ জাপানিরা সব সময় একই রকম ছাঁচে জীবন কাটাতেন। ইয়ানগিতা নানান সাধারণ মানুষের গোষ্ঠীর অনন্য প্রথা তুলে ধরার চেষ্টা করতেন, যেমন পাহাড়ি অঞ্চলের বসবাসকারীর (সাঙ্কা) এবং দ্বীপে বসবাসকারীর প্রথা। উনি লোককথার তিনটি দিক চিহ্নিত করেন - ব্যবহার্য বস্তুসামগ্রী, মৌখিক ভাষা এবং মানসিক বা আবেগপূর্ণ বাহ্যিকমুর্তি। এই তৃতীয় দিকটি শুধু তাদেরই প্রাপ্ত যারা সমান অনুভতি দ্বারা গভীর বোধ্যগম্যতা অর্জন করেছেন। ইয়ানাগিতার মতে এটাই লোককাহিনীবিদ্যার প্রধান কেন্দ্রবিন্দু।



                  সামগ্রিক ভাবে, ইয়ানাগিতার গবেষণা প্রচুরভাবে স্মরণীয় এবং সংজ্ঞা নির্মানী।    


                   ইয়ানাগিতা জাপানের অন্যতম প্রধান লোককাহিনীবিদ যিনি জাপানে লোককাহিনীবিদ্যার (মিনজোকুগাকু) শিক্ষাবিষয় স্থাপিত করেন। জাপানে উনি "আধুনিক জাপানের লোককাহিনীর জনক" উপাধিতে প্রসিদ্ধ।


                    ইয়াকুসাই মাৎসুওকার বাড়ি


টোনো মোনোগাতারি (遠野物語 / টোনোর গল্পকথা) - ইয়ানাগিতার সবথেকে প্রসিদ্ধ বই। বইটি ইবাতে অঞ্চলের টোনো গ্রামের লোককথা, প্রথা, লোকবিশ্বাস প্রভৃতির সংগ্রহ। জনপ্রিয় ইওকাই কাপ্পা এবং যাসিকি-ওরাশির লোককথা এই বইতে লেখা।


                     কাগুইউকো - এই লেখায় ইয়ানাগিতা দেখান কিরকম 'শামুক' শব্দটির লবজ বিতরণ, জাপানি দ্বীপপুঞ্জে একটি সমকেন্দ্রিক বৃত্ত ধারণ করে। (সময়ক্রমে লবজ বিতরণের কেন্দ্র বনাম পরিধি ভাষাবিজ্ঞানিক তত্ব)


                     মোমোতারো নো টাঞ্জ – এই লেখায় ইয়ানাগিতা জাপানি লোককথার এবং সমাজের মূল বিষয়বস্তু তুলে ধরেন। নিবন্ধের নামটি একটি বহুপ্রচলিত জাপানি লোককথা 'মোমোতারো' থেকে নেয়া। নিবন্ধে, লেখক মোমোতারো লোককথাটির ওপর টিপ্পনি করে বলেন যে এইরকম লোককথা জাপানি সমাজকে বোঝার তথ্যসূত্র প্রদান করে। মোমোতারোর কিছু বিষয় আলোচনা করে উনি সেটা সমগ্র জাপানি সমাজের সঙ্গে তুলনা করেন। ইয়ানাগিতার এই কৌশল আজ অনেক মানবজাতি বিজ্ঞানী, নৃবিজ্ঞানি এবং লোককাহিনীবিদ মেনে চলেন।


                    কাইজো নো মিচি - এই লেখাটি ইয়ানাগিতার মৃত্যুর এক বছর আগে প্রকাশিত হয়। এই বইতে ইয়ানাগিতা ওকিনাওয়া দ্বীপের ইতিহাস, সংস্কৃতি এবং লোককথার সমগ্র। নিজের ওকিনাওয়ার অধ্যয়নে, ইয়ানাগিতা জাপানি সংস্কৃতির শুরু খুঁজতে চাইছিলেন, কিন্তু পরবর্তীকালের গবেষকেরা ইয়ানাগিতার এই নিয়ে অনেক ভাবনাকে খারিজ করে দেয়। এটা বলা হয় যে এই গবেষণা করার অনুপ্রেরণা ইয়ানাগিতা পায় একটি তালগাছের বীজ থেকে যেটা কুরোশিও স্রোত দ্বারা ভেসে এসেছিল, জখন ইয়ানাগিতা আকেচি অঞ্চলের ইরাগো মাসাকি অন্তরিপের সুমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন।


                 Kunio Guide to the Japanese Folk tale (কুনিও গাইড টু জাপানিজ ফল্ক টেল) - এটি কিছু জাপানি লোককথা এবং তথ্যের চয়ন। কুনিও ইয়ানাগিতার নিহন মুকাশি-বানাসি মেই বইটি থেকে অনুবাদ করেছেন ফ্যানি হাগিন মেয়ের।


                   নোচি নো কারি-কোতোবা নো কি - ইয়ানাগিতা এই লেখাটি গোপনে প্রকাশ করেন। উনি এটা লিখেছেন কিউশু দ্বীপপুঞ্জে যাত্রার উপর ভিত্তি করে। এই লেখার কেন্দ্র মিয়াজাকি অঞ্চলের একটি পাহাড়ি সম্প্রদায়কে নিয়ে, তাদের শিকারকার্য এবং শিকার সংক্রান্ত ভাষা সম্বন্ধে। এটি আজকে জাপানের প্রথম লোককথা গবেষণার রূপে দেখা হয়।


                     ৮ই আগস্ট ১৯৬২ সালে ৮৭ বছর বয়সে টোকিও, জাপানে তিনি মারা যান।




                         তাঁর পরিচিতির কারণ প্রধানতঃ -


১). টোনো মোনোগাতারি


২). মোমোতারো নো টাঞ্জ


৩). নিহন মুকাশিবানাশী মেই ("জাপানি লোককথা")।



---------------------------------------------------------------------------------------------


[সংগৃহীত ও সম্পাদিত। তথ্যসূত্র - উইকিপিডিয়া]



সূত্রনির্দেশিকা -



 Mori, Koichi (১৯৮০ সাল)। Yanagita Kunio: An Interpretive Study। Japanese Journal of Religious Studies।



 Mori, Koichi (১৯৮০ সাল). Yanagita Kunio: An Interpretive Study. Nanzan University: Japanese Journal of Religious Studies.



 Oguma, Makoto (২০১৫ সাল). "The Study of Japan through Japanese Folklore Studies". The Japanese Journal of Psychology. 16 (92): 236–237. doi:10.4992/jjpsy1912.16.236. ISSN 1884-1066.



 Yanagita, Kunio; Translated by Ronald A. Morse (২০০৮ সাল). The Legends of Tono. Lexington Books. ISBN 978-0-7391-2767-4.



 Morse, Ronald (১৯৯৫ সাল). "Untitled Review of "The Origins of Ethnography in Japan: Yanagita Kunio and His Times"". Monumenta Nipponica. 50 (3): 411–413. doi:10.2307/2385561. JSTOR 2385561 – via JSTOR.



 Knecht, Peter (১৯৯২ সাল). "Yanagita Kunio and the Folklore Movement: The Search for Japan's National Character and Distinctiveness". Asian Folklore Studies. 51: 353–355. doi:10.2307/1178346. JSTOR 1178346 – via JSTOR.



 Yanagita, Kunio; Translated by Fanny Hagin Meyer (১৯৮৬ সাল). Yanagita Kunio Guide to the Japanese Folk Tale. Indiana University Press. ISBN 0-253-36812-X.




END OF THIS LOVE - Samima yeasmin || English Poem || Poetry || Poem

 END OF THIS LOVE

        Samima yeasmin


A promise binds a relationship.           

 You also gave me a promise   

           but you broke it. 


          I love you so much              

     but you didn't care about                         

                my heart. 

      You hurt me repeatedly. 

  Yet I have endure much of it. 


   How many question I have? 

       But you had no answer. 

     Forgiven all your mistakes

    because I love you so much. 

 

  This relation sounds like a    

               broken heart

    because there is no faith 

        

              at last. 

We don't have own house - Nasir Waden || English Poem || Poetry || Poem

 We don't have own house

                Nasir Waden



We don't have a house to live in

Instead of teeth, cutting a cannel

With a tuber, flowered moonlit-period

Crocodiles enter the cream on the antibodies,

Happyness, emotions, different happyness.

There was a place, there was no place to them


In the fountain of non-mourning,

Be mischel painted the shadow of death in the opposite lane

Of the homestead.

একটু ধৈর্য ধরো - পার্থ প্রতিম দাস || Ektu Dhairya dhoro - Partha protim das || অনুগল্প || Onugolpo || Short story

 একটু ধৈর্য ধরো 

   পার্থ প্রতিম দাস 



     মঞ্জুর বয়স তিরিশ ছুঁই ছুঁই করছে। তবে তার রূপের ঝলক দেখার মতন সুন্দর। একদিন বাটিতে নারকেল তেল নিয়ে পা দুখানি ছড়িয়ে বেশ করে চুল গোছা যত্ন করে বাঁধছিল। এমন সময় তার মা তপতী এসে বলল, "ওই পাড়ায় রিমির বিয়ের কথা ঠিক হয়ে গেলো। আর তুই এখনও বিয়ে না করে বসে আছিস। "

       মঞ্জু বলল, "এত তাড়াতাড়ি বিয়ে করে করবেটা কি? বাসন মাজতে এদের খুব মজা। "

    তপতী বেশ ব্যঙ্গের সুরে বলল, "তা আপনি কি করবেন? "

     মঞ্জু খুব শান্ত ভাবে বলল, "দেখো মা CTET পাশ করেছি। যদি নিজের পায়ে না দাঁড়াই তাহলে আমার এত পড়াশুনার মূল্য থাকবে না। তাছাড়া প্রতিবেশী কি বললো তাতে মাথা খারাপ করতে নাই। পাড়া গাঁয়ের প্রতিবেশী সব সময় প্রতিবেশীর ভালো দেখে জ্বলে। "

     সে সময়ের মতন মঞ্জু তার মাকে বোঝাতে পেরেছে। অনেক দিন হয়ে গেছে, মঞ্জু এখন স্কুলের শিক্ষিকা। একদিন পূজোর ছুটিতে বাড়ি এসেছে মঞ্জু। বিকেল বেলায় বেড়াতে বেরিয়েছে পাশের বাসার বৌদিদের কাছে। কথা বলতে বলতে একজন বৌদি মঞ্জুকে বলল, "জানো মঞ্জু, রিমি এখন তার বাপের বাড়িতে আছে। "

     মঞ্জু অবাক হয়ে জিগ্যেস করল, "কেনো কি হয়েছে? "

     বৌদি বলল, "রিমির স্বামী শ্বশুর শাশুড়ি ননদ মিলে খুব মেরেছে। কারন রিমির বাবা নগদ টাকা এখনও দিতে পারেনি। "

     মঞ্জু তখন মনে মনে বলল, "এই জন্য সবাইকে বলি, একটু ধৈর্য ধরা প্রয়োজন। সহজে কিছু পেলে তা নষ্ট হয়ে যায়। "



শেষ পাতা - সুনির্মল বসু || Ses Pata - Sunirmol basu || Onugolpo || অনুগল্প || Short story

 শেষ পাতা

সুনির্মল বসু



কবে আছি, কবে নেই, এই কথা ভাবতে ভাবতে ভদ্রলোক জীবন কাহিনী লেখা শুরু করলেন,

জীবন কথা লেখা খুব শক্ত কাজ, আসল জীবন থেকে লিখিত জীবন অন্য কথা বলে,

অথচ, নিজের জীবন নিয়ে মিথ্যার বেসাতি করা ভদ্রলোকের মন পছন্দ নয়,

রাত জেগে তিনি স্মৃতির বন্ধ দরোজা খুলে দেন, স্মৃতির সিন্দুকে কত কষ্ট দুঃখের মণিমাণিক্য, কত চোখের জল ভৌতিক অন্ধকারে লুকিয়ে আছে, সুখ খুঁজতে গিয়ে কত অসুখের সালতামামি রয়েছে,

ভাবনার পথে হাঁটতে হাঁটতে তিনি কতদূর দূরান্তরে চলে যান, কত নদী বন্দর কত আরণ্যক পৃথিবী পেরিয়ে আলোকবর্ষ অতিক্রম করে, চালচুলোহীন তিনি দিকশূন্যপুরের দিকে এগিয়ে চলেন,

স্মৃতিগুলো কিছুতেই তাঁর পিছু ছাড়ে না,

সুখের দিনগুলো একদিন স্বপ্ন দেখাতো, দুঃখের

দিনগুলো আজকাল তাঁকে ঠাট্টা করে চলে,

স্মৃতির সরণিতে কত উন্মনা মুখ হেঁটে যায়,

যে প্রাক্তন প্রেমিকা মুখের উপর অতীতে একদিন দরোজা বন্ধ করে দিয়ে অন্য পুরুষের হাত ধরেছিল,

জীবনের প্রান্তসীমায় এসে তাঁর জন্য মনে করুণা জাগে, অথচ একদিন কত স্বপ্ন জেগেছিল জীবনের প্রথমভাগে,

মধ্যরাতে মগ্ন চৈতন্যে জেগে থেকে ভদ্রলোক জীবন লিপির খেরোর খাতা ভরিয়ে তোলেন,

যারা তাঁকে একদিন সত্যিকারের ভালোবাসা দিতে চেয়েছিল, তিনি তাদের অগ্রাহ্য করে যান, তিনি যাদের ভালোবেসে ছিলেন, তাঁরা নিজেদের সুযোগ-সুবিধা নিতে এসেছিল তাঁর কাছে, কাজ গুছিয়ে পগার পার।

জীবন কাহিনীর শেষ পাতায় ভদ্রলোক লিখলেন,

জীবনটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না, বহু কষ্ট করে আমি যে জীবন কাহিনী লিখে গেলাম, তার কোন প্রয়োজন ছিল না, আমার নিরর্থক জীবন ভারবাহী জন্তুর মতো, এই জীবন কাহিনী কারো পাঠ যোগ্য হতে পারে না, আমার বাতিল জীবনের মতো, আমার বাতিল জীবন কাহিনী আপনারা কেউ দয়া করে পড়বেন না।

অসহায় - বিকাশ মন্ডল || Asohay - Bikash mondal || kobita || কবিতা || Poetry

 অসহায় 
বিকাশ মন্ডল 


নিঃশব্দে যে ভালোবাসে, দূর থেকে 
তাকে কী নামে যে ডাকি...

যদি বলি দেবী ; অথবা... অথবা...
যদি ডাকি ছায়া! 

বিকেলের মরা রোদে, অজানিতে
সে আমার হাতে রাখে হাত
পাশে পাশে হাঁটে শব্দহীন পায়ে 
ঘাসে বসে বকের বলাকা দ্যাখে
জ্যোৎস্নার ফেনা মেখে ঘরে ফেরে অথচ.... 

যাব তোমায় নিয়ে চিরকাল - অসীম কুমার সমাদ্দার || Jabo Tomay niye chirakal - Asim Kumar Samadar || কবিতা || Kobita || Poetry

যাব তোমায় নিয়ে চিরকাল

অসীম কুমার সমাদ্দার



কল্পনায় এঁকেছিলাম তোমায় বহুদিন আগে 

তারপর প্রতীক্ষায় কেটে গেল অনেক দিন দুর্বিসহ একাকিত্বে

অনিদ্রায় অনাহারে স্বপ্ন হারিয়ে গিয়েছিল বাস্তবের ডাস্টবিনে

হটাৎ ঝড় এসে পুনরুদ্ধার করে সেই হারানো দিনকাল

তুমি চলে এলে খুব কাছে , খুশি ডানা মেলে উড়ে আসে চরাচরে

আমি যাব নদীর কাছে , দুর্গম গিরিপথে তোমায় সাথে নিয়ে চিরকাল ।



সেপ্টেম্বর সংখ্যা ২০২৩ || সেপ্টেম্বর সংখ্যার সম্পাদকীয় ও সূচিপত্র || September Sonkha 2023


 


শারদীয়া আগমন বাঙালি জাতির উত্তেজনা নিয়ে রিসার্চ করার প্রয়োজন নেই। কারণটা সকলেই জানেন মায়ের আগমনে ঢাকের বাদ্যিতে বাঙালি মন আকুলি বিকুলি করবেই। বিশ্বকর্মা পূজা, গণেশ পূজার পর বাঙালি মন আগমনীর সুরে নেচে ওঠে। মিশ্রিত থাকে সাহিত্য ও সামাজিক মেলবন্ধন। সাধারণের সাথে সাথেই পাঠককুল ও লেখকবর্গদের কাছে এ যেন অন্য এক চেতনার সঞ্চার করে।


পূজো আসছে, পূজো আসছে এই আনন্দে কবি মনে এক বিরাট নবকাশের জন্ম দেয়। তাই চলুন সকলেই মেতে উঠি। সেপ্টেম্বর এর শেষ দিবসের পর অক্টোবর এর সূচনা আমাদের জানান দেয়, জেগে ওঠ সবাই। এই দেখ নতুন সকাল। আশ্বিনের মিঠা রোদ্দুরে জন্ম নিক সাহিত্য সম্ভার। এই সাহিত্যকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে আমরা এসেছি আমাদের ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিনের ডালি নিয়ে।


লিখুন সবাই, পড়ুন সকলে। আনন্দের আর্তনাদে মেতে উঠুন। আমাদের সাথে সাথে ছড়িয়ে দিন আপনিও।



                                   ধন্যবাদান্তে
               ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয় 

_________________________________________

সেপ্টেম্বর সংখ্যার সূচিপত্র :

কবিতা - 
১) অসীম কুমার সমাদ্দার
২) বিকাশ মন্ডল




গল্প -
১)সুনির্মল বসু
২)পার্থ প্রতিম দাস



English Poem -
১)নাসির ওয়াদেন
২) সামিনা ইয়াসমিন



প্রবন্ধ -
১) শংকর ব্রহ্ম 

________________________________________
বি.দ্র. :- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নীচের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।


Sunday, September 17, 2023

September Current affairs 2023 || 1 to 15 Days || Current affairs 2023 || Current Event 2023 || September Current Event || সাম্প্রতিক ঘটনাবলী 2023

 



1. ১২ ই জুলাই আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তরফ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান ফিলিপ চ্যাট্রিয়ার পুরস্কার পেলেন বেলজিয়াম টেনিস তারকা তথা সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী জাস্টিন হেনিন লন্ডনে আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন্স পুরস্কারে এই পুরস্কার পেলেন তিনি।


2. ১৩ ই জুলাই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কুয়েতের শেখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবাহ।



3. সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আন্তর্জাতিক ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি দিল্লি।


4. এবছর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


5. ফ্রান্সের সর্বোচ্চ সম্মান গ্রান্ড ক্রস অফ দ্য লেজিয়ঁ অফ অনর এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



6. ১৪ই জুলাই রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া প্রথম মহিলা গভর্নর হিসেবে নিযুক্ত হলেন মিশেল বুলক।



7. স্থানীয় সময় বেলা ২:৩৫ মিনিটে আন্ধ্রা প্রদেশে শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মার্ক-৩ রকেটে করে সফলভাবে চন্দ্রযান-৩ মহাকাশ যান উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।



8. বিশ্বের প্রথম দেশ হিসেবে তরল মিথেন চালিত রকেটের সফল উৎক্ষেপণ করল চীন। ঝুকিউ-2 নামে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।


9. এবছর প্যারিসে প্যারা অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্প টি ৪৭ বিভাগে রুপোর পদক পেলেন ভারতীয় ক্রীড়াবিদ কুমার।


10. ১৬ই জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন উজ্জ্বল ভূঁইয়া ও সরসা ভেঙ্কট নারায়ন ভাট্টি।



11. লিথুয়ানিয়া প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন দেবেশ উত্তম।



12. ঘানায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন মনিশ গুপ্ত।


13. উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩ -

পুরুষদের সিঙ্গেলস : কার্লোস আলকারাজ (স্পেন)

মহিলাদের সিঙ্গেলস : মার্কেটা ভন্ড্রোসোভা (চেজ রিপাব্লিক)।

পুরুষদের ডাবলস : ওয়েসলে কুলহফ (নেদারল্যান্ডস)


মহিলাদের ডাবলস : সিহ সু-উয়েই (তাইওয়ান) ও বার্বোরা স্ট্রাইকোভা (চেজ রিপাব্লিক)

মিক্সড ডাবলস : মেট পাভিচ (ক্রোয়েশিয়া) ও লিউডমিলা কিচেনক (ইউক্রেন)।


14. প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে মিস ইউনিভার্স নেদারল্যান্ড এর শিরোপা জিতে ইতিহাস গড়লেন ২২ বছর বয়সি রিকি ভ্যালেরি কোল।


15. ১৭ ই জুলাই উত্তরপ্রদেশ ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ কুমার।


16. এবছর ইনস্টিটিউট অফ ডিরেক্টরস এর তরফ থেকে পাওয়ার ট্রান্সমিশন সেক্টরে গোল্ডেন পিকক এনভারনমেন্ট ম্যানেজমেন্ট পুরস্কার পেল ভারতীয় কোম্পানি আদানি ট্রান্সমিশন লিমিটেড।


17. এক মিশনে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড করল চীন। লং মার্চ ২ ডি নামে একটি রকেটে করে এসব উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়।


18. প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৪৬ বিভাগে সোনার পদক পেলেন ভারতীয় ক্রীড়াবিদ অজিত সিং।



19. ঘন্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে স্মাশ মেরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি।


20. এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ।


21. মর্যাদাপূর্ণ এনি পুরস্কার পাচ্ছেন আইআইটি মাদ্রাজের রসায়ন বিভাগের অধ্যাপক থালাপ্পিল প্রদীপ। শক্তি ও পরিবেশের ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি বিশ্বব্যাপী স্বীকৃতি হল এই পুরস্কার । ২০০৭ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়।


22. ১৯ শে জুলাই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ২৫ তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন রাকেশ পাল। 


23. রেলওয়ে প্রটেকশন ফোর্স এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন মনোজ যাদব।


24. এ বছর পাসপোর্ট রাঙ্কিং এর তালিকা প্রকাশ করল হেনলে পাসপোর্ট ইনডেক্স। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর।



25. টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেস বোলার স্টুয়ার্ড ব্রড।


26. মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন কে ছাড়িয়ে এখন বিশ্বের বৃহত্তম অফিস ভবনের তকমা পেল গুজরাটের সুরাতে অবস্থিত সুরাত ডায়মন্ড বুর্স। 


27. এ বছর হাঙ্গেরিতে ভি গেজা হেতেনি মেমোরিয়াল সুপার জিএম দাবা টুর্নামেন্ট জিতলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা।


28. একুশে জুলাই এ বছর আইসিসি বিশ্বকাপের প্রচার দুত হলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।


29. ভারতের জাতীয় মহিলা ভলিবল দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত হলেন রবীন্দ্র বাঁস্তু।



30. দিল্লিতে তৈরি হতে চলেছে বিশ্বের সবথেকে বড় জাদুঘর। এই জাদুঘরের নাম হতে চলেছে - যুগে যুগেন ভারত।


 

31. ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর করল।


32. মধ্য প্রদেশের -ভোপালে 'উন্মেষ' ও 'উৎকর্ষ' নামে ২টি উৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।


33. ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে, রাজীব গৌবার কার্যকালের মেয়াদ আরও ১ বছর বাড়ালো কেন্দ্রীয় সরকার।


34. ভারতের প্রথম সেপটিক ট্যাঙ্ক মুক্ত শহর হতে চলেছে নভি মুম্বই।


35. ভারতের প্রথম বিউটি ও লাইফস্টাইল উৎসব 'নাইকাল্যান্ড' মুম্বই এ হবে।



36. ভারতের অসম রাজ্য ব্যাডমিন্টনের জন্য 'জাতীয় উৎকর্ষ কেন্দ্র' তৈরি করবে। 


37. 'ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল'এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক গণেশান কান্নাবিরান।


38. 'ছাংখাই' নামে দেশীয় কুকুর প্রজাতিকে রক্ষা করতে সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল ভুটান দেশ।



39. কানাডার ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত শুভালয় মজুমদার।


40. ভারতের অসম রাজ্য সরকার 'অমৃত বৃক্ষ আন্দোলন' অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করল।


41. নয়া দিল্লিতে, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি এমআরআই স্ক্যানার চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ড.জিতেন্দ্র সিং।


42. এবছর 'গ্লোবাল ভিশনারি অত্রেপ্রেনার পুরস্কার'এ ভূষিত হলেন কে - ড.দীপক শেনয়।


43. শিশুদের স্মার্টফোন ব্যবহার ২ ঘন্টার মধ্যে সীমিত করার পরিকল্পনা করেছে চিন দেশ।


44. 'মিলিটারি নার্সিং সার্ভিস'এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল

অমিতা রানি।


45. 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস' ও 'ন্যাশনাল ইলেকশন ওয়াচ'এর একটি রিপোর্ট অনুসারে, দেশের সবথেকে ধনী বিধায়কের শিরোপা পেলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও 'কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি'র সভাপতি ডি.কে.শিবকুমার (তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকা)।


46. 'মাইক্রোসফট ইন্ডিয়া'র নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন পুনিত চন্দক।


47. ব্রিগেডিয়ার ও তার থেকে উচ্চপদস্থ অফিসারদের জন্য কমন ইউনিফর্ম আনছে ভারতীয় সেনা।




48. শহীদদের সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছেন - মেরি মাটি মেরা দেশ।


49. সম্প্রতি প্রয়াত ভাক্কম পুরুষোথামন (৯৫ বছর) ভারতের কেরল রাজ্যের বাসিন্দা ছিলেন । 



50. প্রয়াগরাজের দেবরী গ্রামকে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।


51. লাদাখের লেহ-তে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬০০ মিটার উচ্চতায় চালু হল এশিয়ার সর্বকালের সর্বোচ্চ সমসাময়িক ল্যান্ড আর্ট গ্রুপ প্রদর্শনী। এটির নাম কী - সা (লাদাখি ভাষায় 'সা' শব্দটির অর্থ 'মাটি')।


52. হাইওয়েতে যাত্রীদের অনন্য পরিষেবা দিতে, কোন সংস্থা 'রাজমার্গযাত্রা' নামে একটি অ্যাপ চালু করল - ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।


53. 'হিরোশিমা দিবস' পালিত হয় - ৬ আগস্ট।


54. তামিলনাড়ুর 'করুণানিধি মেমোরিয়াল আন্তর্জাতিক ম্যারাথন 'সবথেকে বড় দৌড় প্রতিযোগিতা' হিসাবে, 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড' স্থাপন করল । 


55. 'সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস'এর চেয়ারম্যান এখন সঞ্জয় কুমার আগরওয়াল। 



56. সারা দেশ জুড়ে মোট ৫০৮টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ করা হবে 'অমৃত ভারত স্টেশন প্রকল্প'এর আওতায় ।


57. অনগ্রসর শ্রেণির জন্য, 'গুরু গোরক্ষনাথ বোর্ড' গঠন করল রাজস্থান রাজ্য। 



58. 'বিশ্ব সিংহ দিবস' কবে পালিত হয় ১০ আগস্ট।


59. সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'সমকামিতা' শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ইরাক দেশ ।


 60. 'টেসলা' কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা।


61. 'ওড়িশা হাই কোর্ট'এর ৩৩ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন শুভাশিস তলাপাত্র।


62. রাশিয়া দেশ চাঁদের উদ্দেশ্যে 'লুনা- ২৫' নামে একটি মহাকাশযান পাঠালো।


63. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইংরিজি মাধ্যম বিদ্যালয়গুলিতে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে চলেছে।


64. তুভালু দেশের বিদ্যালয়গুলিতে বিশুদ্ধ জল সঞ্চয় ও সরবরাহের জন্য ৭,০০,০০০ মার্কিন ডলার মূল্যের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত ।


65. ভারতে প্রথমবারের মতো, বন্দী অবস্থায় হিমালয়ান শকুনদের (জিপস


66. ভারতে প্রথমবারের মতো, বন্দী অবস্থায় হিমালয়ান শকুনদের (জিপস • হিমালয়েনসিস) প্রজনন করানো হল অসম রাজ্যের চিড়িয়াখানায়।



67. মহারাষ্ট্রের 'নিউ অমরাবতী স্টেশনকে 'গোলাপি স্টেশন'এর তকমা দিল মধ্য রেল। 



68. রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জয়পুরে 'ইন্দিরা গান্ধী স্মার্ট ফোন প্রকল্প' চালু করেছেন।


69. প্রথম 'রয়‍্যাল ইনস্টিটিউশন অফ চার্টার্ড সার্ভেয়রস' দক্ষিণ এশিয়া পুরস্কারে, সুভাষ রুনওয়াল 'জীবনকৃতি সম্মান' পেলেন। 


70. 'বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় - ৯ আগস্ট।


71. কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন হুন মানেট। 


72. দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য, জংখা ভাষায় ইলেক্ট্রনিক ব্রেইল তৈরি করল ভুটান দেশের তরুণরা।



 73. ভারতের গুজরাত রাজ্য সরকার 'এক জেলা এক পণ্য' প্রকল্প বাস্তবায়ন করল ।


74. 'ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং হাব'এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন সংগ্রাম সিং।


75. জনস্বাস্থ্য সমস্যা হিসাবে, সফলভাবে ট্র্যাকোমা নির্মূল করার জন্য, আনুষ্ঠানিকভাবে 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র মাধ্যমে স্বীকৃত ১৮ তম দেশে পরিণত হল ইরাক।


76. হরিয়ানা সরকার যমুনানগর জেলায় ৬,১৩৪ কোটি টাকা খরচে একটি বাঁধ তৈরির পরিকল্পনা নিল।


77. বিশ্বের দ্বিতীয় জোরে বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ইংল্যান্ড দেশের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। 


78. বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন বিরাট কোহলি।


79. ভারতের জাতীয় মহিলা ভলিবল দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত হলেন রবীন্দ্র বাঁস্তু।


80. এবছর হাঙ্গেরিতে, 'ভি গেজা হেতেনি মেমোরিয়াল সুপার জিএম দাবা টুর্নামেন্ট' জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর.প্রজ্ঞানন্ধা।


90. এবছর 'পালেরমো লেডিস ওপন'এ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন চিনের ঝেং কিনওয়েন (ইতালির জেসমিন পাওলিনিকে ৬-৪,১-৬ ও ৬-১ ব্যবধানে হারিয়ে)।


91. চিনের ম্যাকাওতে, 'জুনিয়র এশিয়া কাপ জুডো চ্যাম্পিয়নশিপ'এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনার পদক পেলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে।


92. ২০৩২ সাল পর্যন্ত 'ফর্মুলা ওয়ান' আয়োজন করবে হাঙ্গেরি দেশ।



93. এবছর 'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ'এ পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন - স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ (সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে)।



 94. এবছর 'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ'এ মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন- চেজ টেনিস তারকা মার্কেটা ভন্ড্রোসোভা (তিউনিশিয়ান টেনিস তারকা ওনস জাবেউরকে হারিয়ে)।


 95. এবছর ফিনল্যান্ডে 'ট্যাম্পেয়ার ওপন'এ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কে - ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল (চেজ টেনিস তারকা ডালিবোর সার্চিনা'কে ৬-৪ ও ৭-৫ ব্যবধানে হারিয়ে)।


96. সম্প্রতি প্রয়াত ব্রায়ান ট্যাবার (৮৩ বছর) অস্ট্রেলিয়া দেশের প্রাক্তন উইকেটরক্ষক ছিলেন।


 97. এবছর 'হাঙ্গেরিয়ান গ্র্যাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন। 


98. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লাহিরু থিরিমান্নে শ্রীলঙ্কা দেশের ক্রিকেটার।


99. ভারতে, এবছর ফিফা 'মহিলাদের বিশ্বকাপ'এর সম্প্রচার সত্ব পেল ডিডি স্পোর্টস।


100. নকশাল কার্যকলাপের ওপর আরও নিয়ন্ত্রণ আনার জন্য, মধ্য প্রদেশ সরকার কোন জেলায় একটি নতুন 'সাব-ডিভিশনাল অফিসার অফ পুলিশ' অফিস স্থাপন করতে চলেছে - ডিল্ডোরি।


101. 'হিমাচল প্রদেশ রাজ্য হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড হ্যান্ডলুম কর্পোরেশন লিমিটেড'এর নাম বদল করে রাখা হবে - হিমক্র্যাফট কর্পোরেশন। 



102. এবছরের শেষের দিকে নিজেদের সব কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজের বদলে মায়া ওএস দেশীয় অপারেটিং সিস্টেম ইনস্টল করবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।



103. 'কোয়ালকম ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন - সভি সইন।


104. ম্রুনাল ঠাকুর বলিউড অভিনেত্রী যিনি 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন'এ মর্যাদাপূর্ণ 'ডাইভার্সিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড' পেলেন ।


105. ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক 'স্পাইক নন লাইন অফ সাইট' অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পেল ভারত দেশের বায়ুসেনা।


106. ভারতের প্রথম 'নাইট স্ট্রিট রেসিং সার্কিট' তৈরি হল - চেন্নাই এ।


 

107. হরিয়ানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত হলেন শত্রুজিত সিং কাপুর।


108. আগামী ২ বছরে রাজ্যের গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিতে, ভারতের কোন রাজ্য সরকার 'আবুয়া আবাস যোজনা' নামে একটি নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করল ঝাড়খণ্ড।


109. কলকাতায় 'মাই বেঙ্গল, অ্যাডিকশন-ফ্রি বেঙ্গল' প্রচারাভিযান চালু করলেন – রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


110. এবছর 'জি২০ চলচ্চিত্র উৎসব' হয়েছে - নয়া দিল্লিতে।


111. এবছর 'ইয়ুথ ২০ সম্মেলন' হয়েছে উত্তর প্রদেশের বারাণসী।


112. 'আনম্যানড এরিয়াল সিস্টেম'এর (ড্রোন) জন্য, দেশের প্রথম কমন টেস্টিং সেন্টার স্থাপন করতে চলেছে তামিলনাড়ু রাজ্য । 


113. ভারতের প্রথম রাজ্য হিসাবে, সন্তানহীন দম্পতিদের জন্য সরকারি হসপিটালে বিনামূল্যে 'ইন ভিট্রো ফার্টিলাইজেশন' চিকিৎসা দেবে গোয়া।


114. রাজ চেট্টি ভারতীয়-মার্কিনি অর্থনীতিবিদ

এবছর 'জর্জ লেডলি পুরস্কার' পেলেন।


115. 'প্রবাল' নামে দূরপাল্লার রিভলবার চালু করল ভারত দেশ । 



116. 'লাখপতি দিদি' প্রকল্পের আওতায় দেশের ২ কোটি মহিলাকে 'স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং' দেবে কেন্দ্রীয় সরকার ।



117. সস্তা দামে ওষুধ বিক্রি করতে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র খুলবে ভারত ।


118. ভারতের রাজস্থান রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেট' প্রকল্প চালু করল।



119. ভারতীয় বিমানবাহিনী ৪টি নতুন হেরন মার্ক-২ ড্রোন নিজেদের বাহিনীতে যুক্ত করল।



120. ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার 'গৃহ লক্ষ্মী প্রকল্প' চালু করল।


121. 'ভারতীয় উপকূলরক্ষী বাহিনী'র অতিরিক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কম্যান্ডার এস.পরমেশ।


122. উত্তর প্রদেশের প্রথম ই-অফিস চালু হয়েছে কনৌজ এ। 


123. ভারতের মেঘালয় রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রীর সৌর মিশন' চালু করলেন।


124. 'চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর'এ, লখনউ থেকে বারাণসী যাওয়ার প্রথম বিমান পরিষেবার উদ্বোধন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


125. 'টাটা গোষ্ঠী'র মালিকানাধীন বিমান সংস্থা 'এয়ার ইন্ডিয়া'র নতুন লোগোর নাম কী- 'দ্য ভিস্তা।


126. সম্প্রতি উত্তর গোয়ার মায়েম গ্রামের একটি জীববৈচিত্র্য মানচিত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটির নাম দেওয়া হয়েছে ভারতের প্রথম গ্রাম মানচিত্র।


127. বন্যার পূর্বাভাস দিতে 'ফ্লাডওয়াচ' নামে একটি মোবাইল অ্যাপ চালু করল কেন্দ্রীয় জল কমিশন।


128. 'পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড'এর প্রথম মহিলা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন পারমিন্দর চোপড়া। 



129. সম্প্রতি প্রয়াত ড. ভি.এস.অরুণাচলম (৮৭ বছর) ডিআরডিও সংস্থার ডিরেক্টর জেনারেল ছিলেন।


130. কলকাতা শহর থেকে ভারতের নয়া রণতরী 'আইএনএস বিন্ধ্যগিরি'র উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।


131. ভারতের কেরল রাজ্য সরকার 'ওনাম' উদযাপনের জন্য পরিবারগুলিকে বিনামূল্যে কিট বিতরণ করছে।


132. 'বিশ্ব ফটোগ্রাফি দিবস' পালিত হয় - ১৯ আগস্ট।


133. ভারতের কেরল রাজ্য পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য 'অথিধি পোর্টাল' চালু করল।


134. বাংলাদেশ দেশ 'ইউনিভার্সাল পেনশন স্কিম' তথা সবার জন্য পেনশন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল ।


135. কোরিয়ার তৈরি এরোপ্লেন চালাতে সক্ষম রোবটটির নাম কী - পিবট। 



134. সরকারি পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দিতে, ভারতের গোয়া রাজ্য 'গ্রামীণ মিত্র' প্রকল্প চালু করল।


135. ভারতের কোন রাজ্য সরকার গোটা রাজ্যকেই 'প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত' এলাকা বলে ঘোষণা করল - হিমাচল প্রদেশ (কয়েকদিনের তুমুল বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরো রাজ্য। এই অবস্থায় এই ঘোষণা করা হয়েছে)।


136. বলিভিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বিশ্বাস বিদু সাপকাল।


137. মহারাষ্ট্র সরকারের তরফ থেকে প্রথম 'উদ্যোগ রত্ন' পুরস্কার পেলেন রতন টাটা।


138. হলিউডের কোন অভিনেতার নামে একটি নতুন প্রজাতির সাপের নামকরণ করা হয়েছে - হ্যারিসন ফোর্ড (২০২২ সালের মে'তে আবিষ্কৃত এই সাপটির নাম রাখা হয়েছে 'ট্যাকিমেনয়ডেস হ্যারিসনফোর্ডি')।


139. 'বিশ্ব মানবতা দিবস' পালিত হয় - ১৯ আগস্ট।


140. ২০২২-২৩ সালে 'অঁত্রেপ্রেনারশিপ চ্যালেঞ্জ' পুরস্কার পেলেন 'হাউজ অফ ম্যাকনক'এর প্রতিষ্ঠাতা নিম্না লেগো। তিনি ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের বাসিন্দা।


141. ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার 'ভগবান বিরসা মুন্ডা সড়ক প্রকল্প' বাস্তবায়নের ঘোষণা করেছে ।



142. প্রথম ভারতীয় দল হিসাবে, সুইডেনে 'গোথিয়া কাপ' চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল মিনার্ভা আকাদেমি (ব্রাজিলের দল অর্ডিন এফসি'কে ৩-১ গোলে হারিয়ে)। 


143. এবছর 'কোরিয়া ওপন'এ পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় জুটি সাত্ত্বি কসাই রাজ রানকিরেডিড ও চিরাগ শেট্টি (ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মুহাম্মদ রিয়ান আরদিয়ান্তো'কে ১৭- ২১, ২১-১৩ ও ২১-১৪ ব্যবধানে হারিয়ে)।


144. এবছর চিনের হ্যাংঝৌতে, 'এশিয়ান গেমস'এ কোন ভারতীয় মহিলা দল প্রথমবার অংশ নেবে- সফটবল।


145. আইসিসি'র 'কোড অফ কনডাক্ট' লঙ্ঘনের জন্য নির্বাসিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার - হরমনপ্রীত কৌর।


146. এবছর দক্ষিণ কোরিয়ায়, আইএসএসএফ 'জুনিয়র শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ'এর পদক ট্যালিতে ভারতের স্থান ২।


147. ভারতের ৮৩ তম গ্র্যান্ডমাস্টারের খেতাব পেলেন মহারাষ্ট্রের আদিত্য সামন্ত।



148. 'রিলায়েন্স জিও' মলদ্বীপকে হাই-স্পিড অপটিক ফাইবার কেবল দিয়ে সংযুক্ত করার কাজ সম্পন্ন করেছে।


149. 'বিশ্ব মশা দিবস' কবে পালিত হয় ২০ আগস্ট।


150. রাশিয়া ভারত দেশের পর্যটকদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করল।



151. কিশোর জেনা জ্যাভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত।


152. এবছর 'আটলান্টা ওপন'এ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কে- মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ (অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিক'কে ৭-৫, ৬-৭ (৫) ও ৬-৪ ব্যবধানে হারিয়ে)।


153. সিদ্ধান্ত গগৈ ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত।


154. এবছর 'ক্রোয়েশিয়া ও পন'এ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কে - অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্সি পপিরিন (সুইস টেনিস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা'কে ৬-৭ (৫), ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে)।



155. এবছর ভারতীয় মহিলা হকি দল ১০০ তম বার্ষিকী

স্প্যা

নিশ হকি ফেডারেশন-আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল (স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে)।



156. ফর্মুলা ওয়ান 'বেলজিয়ান গ্র্যাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন। 



157. কারমান কৌর থান্ডি টেনিস খেলার সঙ্গে যুক্ত।


158. ফিডে'র লাইভ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে, দেশের শীর্ষ দাবা খেলোয়াড়ের খেতাব - পেলেন ডি.গুকেশ (তাঁর লাইভ - র‍্যাঙ্কিং পয়েন্ট ২৭৫৫.৯)।



Wednesday, September 13, 2023

রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ || WB New Home Guard Recruitment 2023 || WB Job News 2023


 রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ || WB New Home Guard Recruitment 2023



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। সামনেই দুর্গাপুজা, আর তার আগেই রাজ্যের বিভিন্ন জেলাতে হোম গার্ড (Home Guard) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল। আপনিও যদি এই চাকরিটি চান তাহলে নীচে দেওয়া আজকের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।



পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা বাহিনীতে বর্তমান বছরগুলোতে হোম গার্ড পদে কর্মী নিয়োগ বৃদ্ধি পেয়েছে ক্রমশ। হোম গার্ডদের কাজ মূলত নাগরিকদের বাড়ি এবং সম্পত্তি রক্ষা করা।

এছাড়া রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের সময় হোমগার্ডরা কমিউনিটি পুলিশিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি কাজও করে থাকেন ।



বিষয় সূচীঃ-

WB Home Guard Recruitment Details 2023

পদের নাম

হোম গার্ডের শিক্ষাগত যোগ্যতা

হোম গার্ডের বয়সসীমা

হোম গার্ডের চাকরির জন্য আবেদন পদ্ধতি




শিক্ষাগত যোগ্যতা - 

নূন্যতম অষ্টম শ্রেণী পাস করলেই আপনি এই পদে আবেদন করার সুযোগ পাবেন।



বয়সসীমা - 

এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন বয়সে।



মাসিক বেতন -

 এই পদে যারা চাকরি করেন তাদের প্রতিদিন 550 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ এদের মাসিক বেতন ১৬৫০০ টাকা।


আবেদন পদ্ধতি -

হোমগার্ড পদে আবেদন করতে হলে আপনি শুধু অফলাইন এ আবেদন করার সুযোগ পাবেন। এর জন্য যোগাযোগ করবেন নিকটবর্তী GRPS অফিসে।


প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে OC এবং কমিশনের দ্বারা । OC এর দ্বারা 7 থেকে 15 দিন,

অন্যদিকে, কমিশনের দ্বারা WBTHG পদে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছরের চুক্তিতে নিয়োগটি হয়। অর্থাৎ এটি একটি চুক্তি ভিত্তিক চাকরি।


প্রতি বছরের ন্যায় এবছরেও কলকাতা সংলগ্ন এলাকার বড়ো বড়ো পুজো মন্ডপ গুলির ভিড় সামাল দিতে পুজোর আগে বহু সংখ্যক শূন্যপদে হোমগার্ড নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা নিয়মিত ফলো করুন আমাদের ওয়েবসাইট। 



_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

Click here 🔴





Monday, September 11, 2023

August Current affairs 2023 || 1 August - 31 August|| Current affairs 2023 || Current Event 2023 || August Current Event || সাম্প্রতিক ঘটনাবলী 2023


 

1) 1 August - 15 August Current affairs click here 🔴


2) 16 August - 31 August Current affairs click here 🔴

August Current affairs 2023 || 16 to 31Days || Current affairs 2023 || Current Event 2023 || August Current Event || সাম্প্রতিক ঘটনাবলী 2023

 




1. ৩টি স্করপিন সাবমেরিন তৈরির জন্য, ফ্রান্স দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ভারত।


2. প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে, 'মিস ইউনিভার্স নেদারল্যান্ডস'এর শিরোপা জিতে ইতিহাস গড়লেন রিকি ভ্যালেরি কোল।


3. 'বিশ্ব সাপ দিবস' পালিত হয় ১৬ জুলাই।


4. ভারতের ৩৬ তম ফ্লাইং ট্রেনিং স্কুল কোন রাজ্যে চালু হচ্ছে - তামিলনাডু। 


5. বিশ্বের প্রথম দেশ হিসাবে, তরল মিথেন চালিত রকেটের সফল উৎক্ষেপণ করল চিন। 


6. এবছর ‘হেনলে পাসপোর্ট ইনডেক্স'এ ভারতের স্থান ৮০। 


7. ‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনী'র ২৫ তম ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন রাকেশ পাল।


 8. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি অনুমোদন দেওয়া হল ।


 9. চিন দেশ এক মিশনে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড করল।


10. 'ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল'এর দিল্লি চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন হর্ষবর্ধন বনসাল।


11. ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লেজিয়ঁ অফ অনর’এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


12. টিউনিকেটের একটি নতুন জীবাশ্ম প্রজাতির বর্ণনা দিয়েছেন গবেষকরা। এটির নাম মেগাসিফোন থাইলাকোস ।


13. প্রথম আরব দেশ হিসাবে, অর্থপাচার বিষয়ে এশিয়া/প্যাসিফিক গ্রুপে ‘পর্যবেক্ষক’এর মর্যাদা পেল

সংযুক্ত আরব আমিরশাহী।


 14. এবছর ‘গ্লোবাল ফায়ার পাওয়ার'এর তরফ থেকে প্রকাশিত ‘সামরিক শক্তি তালিকা’ অনুসারে, বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশের তকমা পেল মার্কিন যুক্তরাষ্ট্র।


 15. লিথুয়ানিয়া প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন দেবেশ উত্তম। 


16. ঘানায়, ভারতের পরবর্তী হাই- কমিশনার হিসাবে নিযুক্ত হলেন মনীশ গুপ্ত।


17. আইআইটি গুয়াহাটি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা হাঁটুর অস্টিওআর্থারাইটিসের তীব্রতা শনাক্ত করতে এআই মডেল তৈরি করলেন। এটির নাম নাম 'অস্টিওএইচআরনেট'।


18. ভারতের তামিলনাডু রাজ্যের আথুর পান পাতা জিআই ট্যাগ পেল। 


19. ভারতের অসম রাজ্য সরকার ‘গজ কথা' প্রচারাভিযান শুরু করল।


20. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবছর 'ভূমি সম্মান' প্রদান করলেন।


21. কেন্দ্রীয় সরকার ভারত ডাল ব্র্যান্ডের অধীনে ভরতুকিযুক্ত চানা ডাল বিক্রির কথা ঘোষণা করেছে। 


 22. ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ পালিত হয় ১৮ জুলাই।


23. কার্গো হ্যান্ডলিংয়ে জাতীয় রেকর্ড গড়ল 'গোপালপুর বন্দর'। এই বন্দরটি ভারতের ওড়িশা রাজ্যে আছে। 


24. ইজরায়েল দেশের পার্লামেন্টে 'সুপ্রিম কোর্ট'এর ক্ষমতা সীমিত করে বিল পাস হল।


25. ‘উত্তর প্রদেশ ইলেক্টি সিটি রেগুলেটরি কমিশন'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন অরবিন্দ কুমার।


26. এখন বিশ্বের বৃহত্তম অফিস ভবন রয়েছে গুজরাতের সুরাতে। অফিস ভবনটির নাম সুরাত ডায়মন্ড বুর্স।


27. কার্গিল বিজয় দিব পালিত হয় ২৬ শে জুলাই।


28. রাশিয়া দেশ মানুষের লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচার নিষিদ্ধ ঘোষণা করল।


29. ১৪ তম 'ইন্ডিয়ান ফিল্ম ফেষ্টিভ্যাল অফ মেলবোর্ন'এ 'রাইজিং গ্লোবাল সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা' পুরস্কার পেতে চলেছেন কার্তিক আরিয়ান।


30. ভারতের প্রথম পাঁজা ওষুধ প্রকল্পের নেতৃত্ব দিতে চলেছে জন্মু।


31. এবছর গুজরাতের গান্ধীনগরে 'সেমিকন ইন্ডিয়া'র

উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।


32. ট্যুইটার কোম্পানি তাদের লোগো বদল করল – (এখন ট্যুইটার'এর নতুন লোগো কালো রঙের ওপরে সাদা রঙে লেখা 'এক্স' অক্ষর)।


34. 'ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো'র তথ্য অনুযায়ী, দলিতদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থান পেল মধ্য প্রদেশ রাজ্য।


 35. ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’এ ভারতীয় সেনাবাহিনীর বলিদানকে স্মরণ করে ভি সি যশবন্ত ঘাড়গে সানডায়াল মেমোরিয়াল' তৈরি করল ইতালি।



36. দেশে চালের দাম ঠিক রাখতে, বাসমতি চাল ছাড়া সব ধরনের চাল (অ- বাসমতি সাদা চাল) রফতানি নিষিদ্ধ ঘোষণা করল ভারত। 


37. ভারতের রাজস্থান রাজ্যের বিধানসভা 'ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল' পাস করল ।


38. 'ভারত ডায়নামিক্স লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন এ.মাধব রাও।



39. ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা' বাস্তবায়ন করছে । 



40. ভারতের ওড়িশা রাজ্য সরকার ‘মিশন শক্তি স্কুটার যোজনা' চালু করল ।


41. হেলিকপ্টার কেনার জন্য 'হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড'এর সঙ্গে চুক্তি করল আর্জেন্তিনা । 


42. ‘ইন্টারন্যাশনাল মাইলোমা ফাউন্ডেশন’এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এস.ভিনসেন্ট রাজকুমার। 


43. প্রথম মহিলা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ আধিকারিক পদে বসলেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তি।


44. ভারতের হিমাচল প্রদেশ রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য, ‘সশক্ত মহিলা ঋণ যোজনা' প্রকল্প চালু করল।


45. সোমালিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন নামগ্যা সি.খাম্পা।


46. ২ অক্টোবর থেকে, ১ লিটার পর্যন্ত মাপের প্যাকেটজাত পানীয় জলের বোতল নিষিদ্ধ করছে অসম রাজ্য। 


47.ভারতের ইতিহাসে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দ্বিতীয় দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


48. এবছরের ডিসেম্বর পর্যন্ত, সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে বিনামূল্যে চিনি সরবরাহ করবে ভারতের দিল্লি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল।


 49. ত্রিপুরার আগরতলা জিএসটি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


 50. ভারতের ছত্তিশগড় রাজ্য সরকার ‘গ্রামীণ আবাস ন্যায় যোজনা' নামে একটি গ্রামীণ আবাসন প্রকল্প চালু করল।


51. বিশ্বের কনিষ্ঠতম (১৮ বছর) ব্যক্তি হিসাবে, ‘নর্থচ্যানেল' অতিক্রম করলেন ভারতের অংশুমান ঝিংরান।


52. এবছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া দিল্লিতে ‘গ্রন্থাগার উৎসব এর উদ্বোধন করেছেন।


53. ‘রেলওয়ে প্রোটেকশন ফোর্স' এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন মনোজ যাদব। 


54. ২০২৪ সালে ৬৯ তম 'ফিল্মফেয়ার পুরস্কার' আয়োজন করবে গুজরাত। 


55. বিশ্বের বৃহত্তম জাতীয় পুরুষ প্রতিযোগিতা 'দ্য রুবারু' মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে গোয়া।


56. এবছর 'অস্ট্রিয়ান খাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন। 



57. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত হলেন অজিত আগরকর।


58. ইউকি ভামৱি ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি স্পেনে 'ম্যালোর্কা ওপন’এ পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন (দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের সঙ্গে জুটি বেঁধে এই খেতাব অর্জন করেছেন তিনি)।


59. ওয়েস্ট ইন্ডিজ দল চলতি বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল । 


60. এবছর ‘সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ' জিতল ভারত (কুয়েতকে পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ব্যবধানে হারিয়ে)।



61. ষষ্ঠ যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা।


62. চিনে, এশিয়ান মিক্সড ডাবলস স্কোয়াশ টুনামেন্ট জিতলেন দীপিকা পাল্লিকাল ও হারিন্দর পাল সিংসাঁধু এনারা হলেন ভারতীয় (মালয়েশিয়ান ১১-১০ ও ১১-৮ ব্যবধানে হারিয়ে)। 


63. ২০২২-২৩ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর বিচারে, 'বর্ষসেরা পুরুষ ফুটবলার'এর শিরোপা পেলেন লালিয়ানজুয়ালা ছাঙতে।


64. ২০২২-২৩ সালে 'পূর্বভারতীয় ফুটবল ফেডারেশন'এর বিচারে, 'বর্ষসেরা মহিলা ফুটবলার'এর শিরোপা পেলেন কে - মনীয়া কল্যাণ। 


65. 'বাস্কেটবল ফেডারেশন অফ 'ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে --- আদম্ভ অর্জুন।


66. ভারত দেশের মহিলা তিরন্দাজরা 'বিশ্ব তিরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ'এ অনুর্ধ্ব-১৮ ও অনুর্ধ্ব-২১ বিভাগে সোনার পদক জিতেছে ।


67. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল বাংলাদেশের হয়ে খেলতেন।


 68. প্রথম ভারতীয় হিসাবে, এবছর অ্যাসোসিয়েশন'এর তরফ থেকে 'বর্ষসেরা এশিয়ান অনুর্ধ্ব-২০ পুরুষ ক্রীড়াবিদ’এর শিরোপা পেলেন ভারতীয় ট্রিপল জাম্পার সেলভা প্রভু 'এশিয়ান অ্যাথলেটিক্স পিরুমারান।


69. ২০২২-২৩ সালে এফআইএইচ 'হকি প্রো লিগ' খেতাব জিতল নেদারল্যান্ডস দেশের পুরুষ দল (বেলজিয়ামকে হারিয়ে)।


70. কোল ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও এম ডি হিসেবে নিযুক্ত হলেন পিএম প্রসাদ।


71. এনসিসি ডিরেক্টর (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব নিলেন এয়ার কমান্ডার ভি এম রেড্ডি।


72. কেন্দ্রের সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ।


73. অস্ট্রেলিয়ান গ্রাঁ পি জিতলেন ম্যাক্স ভারস্তাপেন।


74. ষষ্ঠ যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা। 


75. নতুন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কো অর্ডিনেটর হিসাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার।


76. ভারতীয় স্টেট ব্যাংক এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কামেশ্বর রাও কোদাভান্তি।


77. বিশ্বের প্রথম দেশ হিসেবে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় ম্যাজিক মাশরুম কে ( এর পেশাকি নাম সাইলোসাইবিন মাশরুম) ঔষধ হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া।


78. কুয়েতকে পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে হারিয়ে এ বছর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।


79. বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনাইটেড নেশন ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হলেন চীনের কু ডং ইউ (৫ জুলাই)।


80. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের চিফ সিলেক্টর হিসেবে নিযুক্ত হলেন অজিত আগারকার।


90. কুইক হিল টেকনোলজিস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন বিশাল সালভি।


91. স্পোর্টস গিয়ার কোম্পানি অ্যাসিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রচার দুত হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।



92. ৬৩ দিন পর শেষ পর্যন্ত ইনজেনুয়িটি মার্স হেলিকপ্টারের খোঁজ মিলল। মঙ্গল গ্রহের পরিবেশ পর্যবেক্ষণ করতে এই ইনজেনুটি মার্স হেলিকপ্টার পাঠানো হয়েছিল 2021 সালে। এর সঙ্গে ছিল প্রিজারভেন্স রোভার।


93. ২০২২-২৩ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলার এর শিরোপা পেলেন লালিয়ান জোয়ালা ছাঙতে অন্যদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার এর শিরোপা পেলেন মনীষা কল্যাণ।


94. ৬ ই জুলাই ভারতে লয়েডস টেকনোলজি সেন্টার এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিরিশা ভোরুগান্টি।


96. রাজ্যের শহর অঞ্চলের সব জলাশয়কে পুনর্জীবিত ও সংস্কার করার লক্ষ্যে আমা পোখারী প্রকল্প চালু করলেন উড়িষ্যা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


97. বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আদভ আর্জুন।


98. ফেসবুক ইনস্টাগ্রাম এর পর সামাজিক মাধ্যম হিসেবে মেটা বাজারে আনল নতুন অ্যাপ থ্রেডস।


99. মানসিক যন্ত্রণায় থাকা মানুষদের জন্য ভারতের প্রথম টেলি মানস চ্যাট বট চালু করল জম্মু ও কাশ্মীর।


100. ২০ শে জুলাই আমেরিকায় চলতি বছরের ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন ইন্দো আমেরিকান সতপ্রীত সিং।


101. একুশে জুলাই ভারত সফরে আসা শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহের উপস্থিতিতে শ্রীলঙ্কাতে ইউপিআই চালু করার ব্যাপারে চুক্তি হলো। অর্থাৎ সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির সাহি, ফ্রান্সের পর এবার শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ইউপিআই।


102. ২৩ শে জুলাই দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আইএনএস কৃপাণ উপহার হিসেবে ভিয়েতনামের হাতে তুলে দিল ভারত।


103. কানাডার ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে এমপি পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুভালয় মজুমদার।


104. আরো এক বছরের জন্য ন্যাটোর সেক্রেটারি জেনারেল পদে বহাল থাকছেন জেনস স্টোলেনবার্গ।


105. ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন পি বাসুদেবন।



106. গ্লোবাল ক্রাইসিস রেস্পন্স গ্রুপ এর চ্যাম্পিয়ন্স গ্রুপে যোগ দিল ভারত।


107. ৮ই জুলাই ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি শেও কুমার সিং।



108. ১ লা আগস্ট ভারতীয় ফিনান্সিয়াল প্ল্যানিং স্টান্ডার্ডস বোর্ড এর জিপ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিলেন কৃষাণ মিশ্র।


109. প্রথম ভারতীয় হিসাবে রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফট এর বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন গোবিন্দ ফোটিস সতীশ।


110. মহিলা গ্রাহকদের চাহিদা মেটাতে ও মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে, কোচির কাছে থ্রিপ্পুনিথুরায় মৈত্রীয় নামে প্রথম সর্ব মহিলা শাখা খুললো পিরামল ফিনান্স।


111. ব্রিটিশ জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর। তার পরিচালিত হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি।


112. প্রথম ভারতীয় হিসেবে এ বছর এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে বর্ষসেরা এশিয়ান অনূর্ধ্ব -২০ পুরুষ ক্রীড়াবিদ এর শিরোপা পেলেন ভারতীয় ট্রিপল জাম্পার সেলভা প্রভু থিরুমারান।



113. প্রথম ও সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে তিনবার ভাষণ দেওয়ার নজির বললেন ল' অফিসার দীপিকা দেশওয়াল।


114. ৯ জুলাই আন্ধ্রা প্রদেশের পেদাভোগীতে অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন বি নীরজা প্রভাকর।


115. শ্রীনিবাস রেড্ডিকে ভারতের নতুন নীতিপ্রধান হিসেবে নিযুক্ত করল google।



116. এ বছর কলকাতায় অ্যাসোচেম বিজনেস এক্সিলেন্স পুরস্কারে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন।


117. নয়ডার সেক্টর ৭৮ এ ভারতের প্রথম বৈদিক থিম পার্কের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই পার্কটির নাম ভেদভান পার্ক।


118. চীনের ব্যাডমিন্টন তারকা লি শিফেংকে ২১- ১৮ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে কানাডা ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন জাপানের ব্যাডমিন্টন তারকা আকানে ইয়ামাগুচি।


119. ১০ই জুলাই ফিনটেক ফার্ম 'ভারতপে'র চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হলেন পঙ্কজ গোয়েল।


120. প্রথম ভারতীয় পুরুষ হিসাবে আয়ারল্যান্ডে বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপ এ বিকার্ভ বিভাগে সোনার পদক পেলেন পার্থ সালুনখে।


121. প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ চালু করলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


122. ১১ ই জুলাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে রাজা রামন



123. ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এডগাস রিং কে ভিক্স।



124. তেলেঙ্গানার প্রথম বিমাকৃত গ্রামে পরিণত হলো আদিলাবাদ জেলার একটি মডেল গ্রাম মুখরা। যেখানে ১০০% বীমা করা সম্ভব হয়েছে।



125. কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ কে হারালেন ভারতীয় দাবারু ১৭ বছর বয়সী গুকেশ ডি।



126. কানাডা মন্ত্রিসভার ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ অনিতা।


127. ৩ রা আগস্ট মুক ও বধিরদের ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা।



128. সাও টোমে ও প্রিন্সিপে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন দীপক মিগ্লানি।


129. ব্রিটিশ প্রধানমন্ত্রীর 'পয়েন্টস অফ লাইট' পুরস্কারে ভূষিত হল ভারতীয় বংশোদ্ভূত ৭ বছর বয়সি মোক্ষা

রায়।


130. সম্প্রতি খবরে আসা 'জ্ঞানবাপী মসজিদ'টি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আছে।


131. অশ্বমেধ দেবীকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করল বিহার সরকার।


132. 'জেনেভা স্কুল অফ ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স'এর তরফ থেকে, শশী থারুর সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন।


133. যুক্তরাজ্য 'অবৈধ অভিবাসন বিল' পাস করল ।


135. সম্প্রতি খবরে আসা 'টাঙ্কাই পদ্ধতি' জাহাজ নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।


136. কানপুর কারাগার কারাবন্দিদের জন্য রেডিও স্টেশন চালু করা হল।


137. ভারতের রাজস্থান রাজ্য সরকার রূপান্তরকামী ব্যক্তির পরিচয় স্বীকার করে প্রথম জন্ম শংসাপত্র জারি করেছে।


138. বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য শুভ অনুষ্ঠান আয়োজনের জন্য, প্রতিটি জেলায় 'কল্যাণ মণ্ডপ' বা, 'মাঙ্গলিক মণ্ডপ' (শুভ মণ্ডপ) তৈরি করার সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ রাজ্য ।


139. খেলাধুলার প্রসারের জন্য, বিহারের রাজগীরে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আকাদেমি তৈরি করা হচ্ছে।


140. সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্প অনুমোদিত হয়েছে। খড়গ নদী অববাহিকা প্রকল্প ভারতের ওড়িশা রাজ্যে আছে ।


141. ভারতের প্রথম 'স্যাটেলাইট নেটওয়ার্ক পোর্টাল সাইট' পেতে চলেছে গুজরাত রাজ্য ।



142. ম্যালেরিয়া ও ডেঙ্গু-সহ আরও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য, জলাশয়ে লাখ লাখ গাম্বুসিয়া মাছ ছাড়ল আন্ধ্রা প্রদেশ রাজ্য সরকার। 


143. ব্রিটেন দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি কারখানা তৈরি করতে চলেছে 'টাটা গোষ্ঠী'।


144. নয়ডা অথরিটি'র চিফ এক্সিকিউটিভ অফিসার এখন লোকেশ এম.।


146. অ্যামাজন ইন্ডিয়া সংস্থা শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে নিজেদের প্রথম ভাসমান বাজার খুলল। 


147. ৭টি জঙ্গল সাফারি থাকা বিশ্বের প্রথম শহর হতে চলেছে রাজস্থানের জয়পুর।


148. ইউক্রেন দেশকে নতুন করে ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।


149. কেনিয়ার নাইরোবিতে, 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন যুক্তরাজ্যের জেমস ফার্গুসন 'জিম' স্কেয়া।



150. প্রথম ভারতীয় শহর হিসাবে, মর্যাদাপূর্ণ 'বিশ্ব শহর সংস্কৃতি ফোরাম'এ যোগ দিল বেঙ্গালরু।


151. আনুষ্ঠানিকভাবে, লাম্পি স্কিন ডিজিজ পজিটিভ রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যান্ড রাজ্য।


152. টাটা স্টিল'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন টি.ভি. নরেন্দ্রন।


153. লাদাখের প্রথম মহিলা পরিচালিত পুলিশ স্টেশন কার্গিলে চালু হল।


154. চিনের নতুন বিদেশমন্ত্রী হিসাবে মনোনীত হলেন ওয়াং ই।


 155. মুম্বইয়ের বাইকুল্লা রেলওয়ে স্টেশন 'ইউনেস্কো'র মর্যাদাপূর্ণ এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার পেল।


156. সম্প্রতি প্রয়াত সুরিন্দর সিন্দা (৭০ বছর) মূলত সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ।


157. দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন প্রভাত কুমার।


 158. সাংবাদিকতায় অবদানের জন্য, প্রবীণ সাংবাদিক প্রেম প্রকাশকে দিল্লিতে 'জীবনকৃতি সম্মান'এ ভূষিত করা হয়েছে। তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এজেন্সি কোম্পানির প্রতিষ্ঠাতা।


159. সিরিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমদ।


160. রাজস্থানের সিকার এ ১.২৫ লাখ 'প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র' জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 



161. রাজ্যসভার প্রথম নাগা মহিলা সাংসদ হলেন এস. ফাংগনন কোনিয়াক।




162. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 'ম্যানগ্রোভ সেল' স্থাপিত হতে চলেছে।


163. 'বিশ্ব হেপাটাইটিস দিবস' কবে পালিত হয় ২৮ জুলাই।


164. এবছর মর্যাদাপূর্ণ 'মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার'এ ভূষিত হলেন শঙ্করী চন্দ্রন ('Chai Time at Cinnamon Gardens' উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



165. 'বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস' পালিত হয় ২৮ জুলাই।



166. ভুটান দেশ সফলভাবে 'রুবেলা' ভাইরাস নির্মূলের ঘোষণা করল ।


167. চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর - হিসাবে নিযুক্ত হলেন প্যান গংশেং।



168. 'বম্বে হাই কোর্ট'এর প্রধান • বিচারপতি এখন দেবেন্দ্র কুমার - উপাধ্যায়।


169. ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'ডক্টর আপকে গাঁও মে' নামে একটি অগ্রণী উদ্যোগ চালু করেছে ।


170. ২০২৪ সালে 'শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহর'এর তালিকায় 1 শীর্ষস্থানে রয়েছে লন্ডন শহর।



171. সম্প্রতি 'রমন-২' নামে একটি রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করল 'ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা'। । ইঞ্জিনটি হায়দরাবাদের স্টার্টআপ কোম্পানি 'স্কাইরুট'। সংস্থার তৈরি ।


172. প্রথম ভারতীয় পুরুষ হিসাবে, আয়ারল্যান্ডে 'বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপ'এ রিকার্ভ বিভাগে সোনার পদক পেলেন পার্থ সালুনখে।



 173. 'কানাডা ওপন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট'এ পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (চিনের ব্যাডমিন্টন তারকা লি শিফেং'কে ২১-১৮ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে)।



 174. এবছর 'ব্রিটিশ গ্র্যাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন।


175. ভারতীয় দাবাড়ু ১৭ বছর বয়সি গুকেশ ডি গ্র্যান্ডমাস্টার কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে হারালেন।


176. 'আন্তর্জাতিক টেনিস ফেডারেশন'এর তরফ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান 'ফিলিপ চ্যাট্রিয়ার পুরস্কার' পেলেন বেলজিয়ান টেনিস তারকা জাস্টিন হেনিন। 


177. 'অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কুয়েতের শেখ তালাল ফাহদ আল আহমাদ আল সাবাহ।



178. 'অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কুয়েতের শেখ তালাল ফাহদ আল আহমাদ আল সাবাহ।


179. 'আন্তর্জাতিক দাবা দিবস' কবে পালিত হয় - ২০ জুলাই।


180. 'এশিয়ান গেমস'এ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। 


181. এবছর প্যারিসে, 'প্যারা- অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ'এ পুরুষদের হাই জাম্প টি৪৭ বিভাগে ভারতীয় ক্রীড়াবিদ নিষাদ কুমার রুপো পদক পেলেন।



182. ঘন্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে 'স্ম্যাশ' মেরে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড 'এ নাম তুললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রানকিরে ডিড।



183. এবছর 'এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ'এ ভারত মোট ক'টি পদক পেয়েছে- ৬টি (যার মধ্যে ৩টি সোনা ও ৩টি ব্রঞ্জ পদক)।


184.প্রথম ভারতীয় বোলার হিসাবে

 টেস্ট ক্রিকেটে বাবা ও ছেলেকে আউট করার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (শিবনারাইন ও তেজনারাইন চন্দ্রপলের উইকেট নিয়েছেন তিনি)।


 185. প্যারিসে, 'প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ'এ পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬ বিভাগে সোনার পদক

পেলেন ভারতীয় ক্রীড়াবিদ অজিত সিং।


186. অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য ২০২৬ সালের 'কমনওয়েলথ গেমস'এর আয়োজক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল।


_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

Click here 🔴