রাজা
সুশান্ত সেন
রাজা ওয়াকিবহাল
রাজার কাছে অজ্ঞাত কিছু নেই
আপনি হাঁচলে রাজা জানতে পারেন,
হাসলেও।
কেবল আপনি যখন মনের দুঃখে কাঁদেন
তখন রাজা কিছু শুনতে পান না।
তখন দর্জির আনা
নতুন গোলাপী জামাটা পরখ করার সময়।
মাপ মতো না হলেই
সাইজ করে দিতে হবে না !
রাজা বেশ ওয়াকিবহাল।
No comments:
Post a Comment