100 দিনে কাজে (MGNREGS) পশ্চিমবঙ্গে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে প্রচুর নিয়োগ || WB GRS Recruitment 2022


 


##চাকরি প্রার্থীদের জন্য আমাদের রাজ্যে নতুন সুখবর। রাজ্যে আমার 100 দিনের কাজে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে কর্মী হতে চলেছে। রাজ্যের 23 টি জেলার প্রতিটি চাকরি প্রার্থী (পুরুষ ও মহিলা) এখানে আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।  



কোন পদে নিয়োগ হবে: 100 দিনের কাজের (MGNREGS) জন্য গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে।


শিক্ষাগত যোগ্যতা: আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীর সঙ্গে থাকতে হবে কমপক্ষে ছয় মাস কম্পিউটার সার্টিফিকেট।


আবেদন কিভাবে করবেন: অফলাইনের মাধ্যমে এখানে আপনি করতে পারবেন। আপনাকে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। তারপর সেটির প্রিন্ট আউট করে ফর্ম ফিলাপ করে নেবেন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দেবেন এবং সেটি খামে ভরে পোস্ট করবেন নীচে দেওয়া ঠিকানায়।



প্রার্থী নির্বাচন পদ্ধতি:  কোনো লিখিত পরীক্ষা প্রার্থীদের দিতে হবে না। সরাসরি নির্বাচন করা হবে। প্রার্থী দের একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই লিস্টের ভিত্তি করেই চাকরি দেওয়া হবে। 


আবেদন কারীর বয়স: এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18-35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন: প্রতি মাসে আপনাকে 12,000/- টাকা মাইনে দেওয়া হবে।


তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু 23-03-2022 তারিখে। আবেদন চলবে 08-04-2022 তারিখ পর্যন্ত।

 

আবেদনপত্র পাঠানোর স্থান: MGNREGA Cell, Gaighata Development Block, North 24 Parganas.



গুরুত্বপূর্ণ কি ডকুমেন্ট জমা করবেন:

1.আবেদনের ফর্ম
2.মাধ্যমিকের এডমিট কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
4.পাসপোর্ট সাইজের ফটো
5.আধার কার্ড অথবা ভোটার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
7. কম্পিউটার সার্টিফিকেট




OFFICIAL NOTICE:-



OFFICIAL WEBSITE:-



_________________________________________________




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024