Sunday, March 6, 2022

কবিতা || আফতাব অ্যাভিনিউ || রথীন পার্থ মণ্ডল

 আফতাব অ্যাভিনিউ





আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ


নদী হয়ে বুকে 


অথবা রক্তস্রোতে 


জানতে পারে না কেউ... 


পায়ে পায়ে সাজে কত গল্পের চলা


মুখে মুখে বাজে কত দিবসের বলা


কত প্রেম, কত বিচ্ছেদ 


কত বন্ধুতা, কত বিপ্লব 


সাজিয়ে দিয়েছে জীবনের হরবোলা... 


শুধু জানতে পারে না কেউ 


বন্ধুর মত, বন্ধুর যাতায়াতেও


আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ...

No comments: