কবিতা || বিচারসভার চিত্র || মহীতোষ গায়েন

 বিচারসভার চিত্র



নির্মেঘ যে ঝড়টি উঠলো তা অপ্রত্যাশিত ছিল, 

তীব্র আঘাতে বিদীর্ণ করেছে হৃদয়ের অনুভব;

ক্ষতস্থান থেকে ঝরে চলেছে অভিমানের রক্ত

সুচিকিৎসার কি ব‍্যবস্থা আছে,না শুধুই বিষাদ?


সম্পর্কের দ‍্যোতনা ছিঁড়ে সান্ত্রীদলের বিচারসভা- 

কিছু না বলা কথা ও যন্ত্রণার চিত্র চাপা পড়লো...

অকুণ্ঠ নিবেদিত প্রাণ অভিমান প্রকাশে তিরস্কৃত,

নাবিক দ্বিধাগ্রস্থ,যাত্রীরা অংশত গড়ে হরিবোল।


সময়ের শরশয‍্যায় মানুষ বিদ্ধ,চেতনায় মরিচা,

তাঁবেদারি আর তোয়াজনামার শিকার হলেই

মানুষ ভুলে যায় অতীতের কীর্তি,প্রীতি,সৌহার্দ্য-

ডুবে যাওয়ার আগে এসো ঐক্যবদ্ধ হই মননে।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024