কবিতা || তবে একটা কথা || নবকুমার
তবে একটা কথা
আমি তোমাকে এক তাল মাটি দিচ্ছি
তুমি তা দিয়ে যা খুশি বানাতে পারো ।
তবে, একটা কথা -
ভুলেও যেন মানুষ বানিও না -।
একটু বড় হলে সে ফন্দি খুঁজবে
তোমাকে বের করার
হয়তো হত্যাও করতে পারে
বেশির ভাগ মানুষই বেইমান
ইতিহাস তার প্রমাণ ।
তার চেয়ে একটা কুকুর গড়ো-
কুকুররা বড় বিশ্বাসী
শেষ জীবন পর্যন্ত তোমাকে ছেড়ে যাবে না
তোমাকে ভালোবাসবে -।
মানুষেরা ভালোবাসা জানে না
মুখে শুধু বুলি আওড়ে যায়
একেকটি কৃতঘ্ন ।
Comments