কবিতা || দরজা বন্ধ || আশীষ কুন্ডু
দরজা বন্ধ
আজ শুধু ভাবনারা ভালবেসে বলে-
দেখো চেয়ে-
দরজাটা বন্ধ, ওপারে ভিড়
কথার, শব্দের প্রজাপতির
ব্যঞ্জনাময় ,এ বেপথু মনের
আলো ফাঁক চুঁয়ে আবেগের !
দরজা বন্ধ, এপারে অভ্যাস
সময় থমকে , মনের দাস
তমসায় হয়ে গেছি নিমগ্ন
বাদী করাঘাতে,মনটা বিপন্ন !
ওপারে অনড় অতীত পড়ে
বন্ধ মন রেখে বিকল করে
শব্দের খাঁচায়, নেই জানলা
বিবর্ণ চিঠি রয়েছে খোলা!
এখন পৃথিবী হয়নি শীতল
গভীরতা অসীম,মনের তল
ভেঙ্গে যাক এই মনদুয়ার,
জীবন, যৌবন সব অসার।
Comments