পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে 16000 শূন্যপদে Axis Bank কর্মী নিয়োগ || WB Axis Bank Recruitment 2022 || Axis Bank recruitment 2022





##পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হতে চলেছে Axis Bank এ। আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় সুখবর এটি। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।  প্রায় 16000 এর বেশি কর্মী নিযুক্ত হবে এখানে । আপনাকে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না, নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এর  মাধ্যমে এটা একটা বড় সুখবর। নীচে বিস্তারিত তথ্য দেওয়া হল।


কোন কোন পদে নিয়োগ: এখানে যোগ্যতা অনুযায়ী  বিভিন্ন রকম পদ আছে। কিছু পদের নাম নীচে দেওয়া হল-

Business loan officer
Banking unit RO
RB-LL
Regional business officer
Officer sales SA
Relationship officer RO
Branch relationship officer
CSO
Regional business manager
Assistant manager
RL
Customer sales manager
Officer sales
Unit management officer
SBB





মোট শূন্যপদ: এখানে মোট 16000 টি শূন্য পদ রয়েছে । 

 


শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাশ থাকলেই আবেদন করতে পারবেন।

 


বয়স:  18 থেকে 40 বছরের মধ্যে  আপনার বয়স হতে হবে।


আবেদন মূল্য : বিনামূল্যে আবেদন করতে পারবেন।


বেতন: চাকরি পাওয়ার প্রথম দিকে 19500 টাকা পাবেন তারপর আপনার বেতন ধীরে ধীরে  বৃদ্ধি পাবে।
সাথে থাকবে প্রমোশন।

নিয়োগ পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং  পার্সোনালিটি টেস্ট মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। 
ইমেইল বা sms এর মাধ্যমে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তাই আপনাদের বৈধ ইমেইল থাকতে হবে।


আবেদন পদ্ধতি:   অনলাইনের মাধ্যমে এখানে‌‌ সরাসরি আপনাকে আবেদন করতে হবে। সুন্দর একটি বায়োডাটা বানিয়ে রাখবেন। যেটি আবেদন করার সময় আপলোড করতে হবে।


আবেদনের শেষ তারিখ :  নেই কোনো শেষ তারিখ। এখানে সবসময়ই আবেদন চলছে।


Official website-


APPLY NOW: 



________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-













______________________________________________



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ