কবিতা || দূষণ || অভিজিৎ দত্ত
দূষণ
ঘরে,বাইরে দূষণ আজ
ছড়িয়েছে সর্বত্র
দূষণের প্রভাবে মানুষ আজ জেরবার
বেঁচে থাকাটাই অনেকের কাছেই
মুশকিল হয়ে পড়েছে আজ।
দূষণকে যদি নিয়ন্ত্রণ
করতে না পারো
সভ্যতার সেরা জীব মানুষ
নিজেদের নিয়ে তোমরা
গর্ব করতে কী পারো?
মনের দূষণ সবচেয়ে ভয়ঙ্কর
একে আগে করতে হবে পরিষ্কার
মহাপুরুষদের জীবনি এক্ষেত্রে
সাহায্য করতে পারে অনেকখানি
মনকে যদি আলোকিত করতে পারো
দূষণ পরাজিত হবে এবারও ।
Comments