কবিতা || ঝরে এক পশলা বৃষ্টি || রানা জামান

 ঝরে এক পশলা বৃষ্টি


 


খাতা কলমে বসলে

বৃক্ষ পোয়াতি হয়

নীলাকাশে ছিটেফোঁটা

গর্ভবতী মেঘ দেখা দেয়

চৈত্রের আকাশে এ এক

অমূল্য সম্পদ; পাথরে পাথর

ঘষতে ঘষতে কালো গহ্বরে

ক্ষীণ আলো দেখা দেয়

পছন্দের শব্দে পুরো মালা

গাঁথা হলে ঝরে পশলা বৃষ্টি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র