কবিতা || চিরনিদ্রায় ডিসকো কিঙ্ || রানু রায়

 চিরনিদ্রায় ডিসকো কিঙ্ 




বাপ্পীর গানে কোমর নাচানো

সবাই কে করেছে মাত

বস্তি থেকে পানের দোকান

এলিট সমাজ ও কুপোকাত।

তবলার তালে ঠোকা মেরে

গানের জগতে আজ

রক সঙ্গীতে পা রাখলে তুমি

নিয়ে নতুন সাজ।

পূজো হোক বা পার্টীর কোলাহল

সব জগতেই আছো তুমি

হয়নি তাই বিফল।

ডিসকো ডানসার থেকে

কলকাতার রসগোল্লা,

অসম সব স্থানেই

তোমার সাবলীল পদচারণা।

চলে গেলে তুমি আমাদের ফেলে

সঙ্কটে সঙ্গীত জগতে

অমৃত ধামে বসেছে কি আজ

গানের জলসা ঘর ।

শেষ কথাই তো তুমি বলেছিলে

কভি আলবিদা না কহে না-----

মৃত্যুই এক চরম সত্য

বিচার করে না 

রাজা না ভৃত্য।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র