Sunday, March 6, 2022

কবিতা || সর্বনাশ || তৈমুর খান

 সর্বনাশ

 



খুব ভালো ভালো অস্ত্র তৈরি হচ্ছে এখন

অস্ত্র চালনার ট্রেনিংও হচ্ছে

কী করে মানুষ মারা হবে

তাও বলে দেওয়া হচ্ছে


আমাদের রাষ্ট্রের নাম সর্বনাশ

আমাদের শাসকের নাম সর্বনাশ

আমাদের পুলিশের নাম সর্বনাশ


কী করে মরতে হয় 

আমরা এখন তার অভ্যাস করছি

কী করে চিৎকার করতে হয় 

আমরা এখন তার অভ্যাস করছি

No comments: