কবিতা || তমসার পারে জ্যোতির্ময় || চাঁদ রায়
তমসার পারে জ্যোতির্ময়
আলোয় কালোয় মেশানো পথের
অনেক টা আজ পেরিয়ে এসে
পেলাম তোমার আশিস্ প্রভু
পথ হারানোর পথের শেষে।
আমার মধ্যে ছিলাম আমি
ভাঙালে ঘুম তুমিই এসে
জেগেই হলাম তোমার আমি
তোমাকেই আজ ভালোবেসে।
আলোর পথে দৃষ্টি আমার
যেখানেই আজ যাচ্ছে মিশে
সেই সীমানার পারেও তুমি
আমার 'আমি' তোমার পাশে।
যে গানে আজ যে সুর শুনি
মিলছে তোমার সুরে এসে
সব সুরই যে বাঁধা দেখি
সেই সুরের আদি মধ্য শেষে।
মন্দ ভালো আঁধার আলোর
পেরিয়ে সবের প্রান্তে এসে
তুমিই দেখি আমার জ্যোতি
তমসার পারে আলোর দেশে।
Comments