Sunday, March 6, 2022

কবিতা || পুরুষ তুমি || বন্দনা বিশ্বাস

 পুরুষ তুমি








আমি নারী, আমি প্রকৃতি, আমি সর্বংসহা


আমার আছে অফুরন্ত ধন ভান্ডার


পুরুষের অহমিকা আমাকে দগ্ধ করে


পুরুষ, একবার আমার দিকে তাকাও


আমি নিঃস্ব হতে চাই ,সম্পুর্ন নিঃস্ব


একবার আমাকে তোমার পাশে নাও


মুহুর্তে আমার সব আভরণ উন্মোচিত হবে


রানীরূপ খোলস ছেড়ে হবো সেবাদাসী






প্রকৃতি পুরুষের মধ্যে নিজেকে খুঁজে পায়


যে প্রকৃতি, নারী, মা, কণ্যা, সেই 


পত্নী


পুরুষ তুমি আমাকে চিনতে শেখো


নারী সব উজাড় করে দিতে জানে


তুমি এসো হৃদয় দিয়ে গ্রহন করো


সেদিন আগুনে , অ্যাসিডে, মর্মদাহে পুড়বে না নারী ।

No comments: