অনুগল্প || সম্ভব না || সিদ্ধার্থ সিংহ
সম্ভব না
---- শোনো না, জরুরি দরকারে তোমাকে ফোন করলাম। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না।
প্রেমিকা হতবাক। সে বলল, কেন? আমি কী করলাম?
প্রেমিক বলল, আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম।
--- বাবা কিছু বলেছে?
প্রেমিক বলল, না না, তোমার বোনকে দেখলাম।
Comments