কবিতা || বাংলার পাণ্ডুলিপি || সুব্রত মিত্র
বাংলার পাণ্ডুলিপি
পড়াশোনা সব বন্ধ; বাকি সব চলছে
রাজ্যটা হবে বৃদ্ধাশ্রম নেতারা তাই বলছে,
নেই চাকরি-বাকরি ; নেই কর্মসংস্থান
রাজ্যজুড়ে আছে শুধু সাদা নীল নেতাগণের অবদান।
উৎসব প্রিয় বাংলা আমার ;এখানে হয় কত দাদা দিদির গান।।
এখানে ভোটের পরে হয় হানাহানি---
হয় নানান রং ধরে টানাটানি
এই রাজ্যের স্বাধীন ভোটারদের কপালে---
জোটে ভোট দেওয়ার ফলে এমনই প্রতিদান।
স্বাধীনতা সংগ্রামের মুখ্য চরিত্রে ছিলে তুমি এই বঙ্গভূমি
বাঙালি নামের এই মহা মানবজাতির বিশ্বজোড়া ছিল কত সুনাম;ছিল কত সম্মান...।
নিজের স্বার্থে আজ আমরা হয়েছি ভিজে বিড়াল
অর্থের কাছে হয়েছি কুপোকাত
বাঙালি জাতটার নেই কিছু আজ আর
এই বাঙালিরাই করছে আজ সেই বাঙালির অপমান
আজকে কোথায় সেই বিবেকানন্দ;ক্ষুদিরাম;
শ্যামাপ্রসাদ; নেতাজির মত সরল মনের মানুষ?
আজ কোথায় সেই মাতঙ্গিনী হাজরা চিত্তরঞ্জন বিনয় বাদল দীনেশ?
আজ আর নেই সেই বাঙালি ----
নেই এই রাজ্যের রাজনীতির বিরুদ্ধে কোন প্রতিবাদী মতবাদ।
আজকের উন্নয়নমুখী বাংলার একটাই স্লোগান
একটাই ভাষণ এবং আয়োজন,
তা হল খেলা হবে।
খেলা ;খেলা ;খেলা খেলা হবে
এভাবেই এই বাংলার দিন; মাস; বছর যুগ
সব একে একে পার হয়ে যাবে।
Comments