গল্প|| অবিকল || আব্দুস সাত্তার বিশ্বাস
অবিকল
আমার এক বন্ধুর নাম মজিবুর। একটা সেকেন্ডারি স্কুলে সে শিক্ষকতা করে। বিরাট এক বড়লোকের মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে। অনেক টাকা পয়সা এবং সোনা দানা তাকে উপহার দিচ্ছে। বিয়েতে সে আমাকে বরযাত্রী বলেছে। আমি তার বিয়ের বরযাত্রী এসেছি। বউ দেখতে খুব সুন্দরী। নাম নার্গিস। খেতে খুব ভালো দিয়েছে। খাওয়াদাওয়া সেরে সবাই একটু ঘুরতে বেরিয়েছে। কিন্তু আমি না বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার সাথে কেউ নেই। আমি আর আমি ছাড়া। দাঁড়িয়ে আমি একটা সিগারেট ধরিয়ে টানছি। সিগারেট, বিড়িতে যদিও আমার সেরকম কোন নেশা নেই। তবু বন্ধু দিয়েছে বলে।
আর এইসময় হঠাৎই একটা টোকা পড়ে আমার পিঠে---আমি ওদিকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, আর তুমি এখানে---
কণ্ঠটা একটা নারীর। ফলে আমি চমকে উঠে তাড়াতাড়ি তার সোজা হয়ে দাঁড়ালাম।
নারীটির ঠোঁট লাল আর পরনে লাল শাড়ি। যাকে বলে ঝলমলে পোশাকে সে সুসজ্জিতা।
অমনি সে ভীষণ লজ্জা পেয়ে গেল---সরি! আপনাকে দূর থেকে আমার স্বামী ভেবেছিলাম। আপনি অবিকল আমার স্বামীর মতো দেখতে।
---তাই?
---হ্যাঁ।
নারীটি এরপর চলে গেলে আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়াটা তাকিয়ে দেখলাম।
Comments