পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্থায়ী পদে গ্রুপ-ডি পিয়ন নিয়োগ || punjab national bank recruitment 2022 || মাসিক বেতন 14,500 টাকা

 




##পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন (Peon) পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে নদীয়া জেলার সার্কেলের ব্যাংক গুলি তে পিয়ন পদে কর্মী নিযুক্ত করা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল-


Permanent Group D Peon Recruitment in PNB Nadia


পদের নামঃ  পিয়ন (Peon)

মাসিক বেতনঃ  প্রতিমাসে 14,500 থেকে 28,145 টাকা বেতন পাবেন ‌ এছাড়া পাবেন অন্যান্য ফেসিলিটি।


বয়সঃ বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ST, SC, OBC সরকারি নিয়মে ছাড় পাবেন।

 
শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চমাধ্যমিক পাশ। এছাড়া ইংরেজি পড়া এবং লেখার ক্ষমতা থাকতে হবে। 


নিয়োগের স্থানঃ নিয়োগ হবে নদীয়া জেলার বিভিন্ন শাখায়। তাই আবেদনকারীকে হতে হবে নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা। 


শুন্যপদঃ  15 টি (SC-3, ST-1, OBC-3, UR-7, EWS-1) 


আবেদন প্রক্রিয়াঃ

 দরখাস্তের আকারে একটি ফর্ম বানিয়ে নিতে হবে। দরখাস্তে তে সমস্ত তথ্য দিতে হবে তা নীচে দেওয়া হল। এই দরখাস্তের দরকারি নথিপত্র সেঁটে দিতে হবে। একটি খামে ভরে খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।  


দরখাস্তে যেসমস্ত তথ্য দিতে হবেঃ

PNB Nadia Peon Application

খামের উপর লিখতে হবে- ‘‘সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদের জন্য দরখাস্ত’ ।

পাঠানোর ঠিকানাঃ
চিফ ম্যানেজার, এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কল অফিস নদীয়া, ১/৪, এল কে মৈত্র রোড, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ, পিন-৭৪১১০১।  


শেষ তারিখঃ  20 মার্চ 2022




 

  Official Website: 


Official notice Download:

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ