Monday, March 7, 2022

কবিতা || মুখ বদলায় না || উদয়ন চক্রবর্তী

 মুখ বদলায় না 





মিথ্যে কথার ফুলঝুড়ি


আর প্রতিশ্রুতির সুনামিতে


ভেসে যাচ্ছে ইতিহাস -



মৃত্যু সেতো একটা ভাগশেষ


মেমরিতে সংখ্যা হয়ে শুয়ে থাকে


সেখানে খুঁজে দেখা সত্যটা ধূসর


ক্ষমতার জীবাষ্মের বালুচরে




বর্তমান সমুদ্রের আস্ফালন বারংবার


বলে চলে অতীত চিত্রনাট্য রামধনু এঁকে আকাশ রূপ বদলায় বারবার


রাজা বদলায়-মুখ বদলায়


রাজনীতি তার মুখ বদলায় না


রাজার পোষা সরীসৃপ শ্বাপদেরা


পাল্টে নেয় শিবিরের ছাউনি।

No comments: