কবিতা || গুটি পোকা তবু স্বাপ্নিক || চিরঞ্জিত ভাণ্ডারী
গুটি পোকা তবু স্বাপ্নিক
আমি নিজেই নিজের সামনে দাঁড়াই
এর চেয়ে স্বচ্ছ আয়না বাজারে কোথায়?
যে দগ্ধ হতে হতে শিখেছে হাসির সোহাগ
তাকে দেখাতে এসো না দানবীয় ভয়।
কষ্টের নদী জলে সাঁতারে পেরোনোর সাহস
হাতের তালুতে নাচায় না পাওয়া বেদনার শোক।
মনের ভেতর গুটি পোকা তবু স্বাপ্নিক
প্রজাপতি হবার বিমুগ্ধ বাসনায়
একবিন্দু মধু যদি পাই
সেই তো জীবনের সার্থকনামা।
Comments