রাজ্যে বনদপ্তরে কর্মী নিয়োগ || Forest department recruitment 2022 || বনদপ্তরে নতুন নিয়োগ || বেতন- ২২ হাজার ৪০০ টাকা
পশ্চিমবঙ্গ রাজ্যে বন দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল জু অথোরিটি- এর তরফ থেকে। অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
West Bengal Zoo Authority Research Assistant Recruitment
আবেদনের মাধ্যমঃ অফলাইন এবং অনলাইন।
পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
বেতনঃ 22 হাজার 400 টাকা প্রতি মাসে বেতন পাবেন।
বয়সসীমাঃ ৩৫ বছরের নীচে।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে Zoology/ Wildlife বিষয়ে M.Sc করা থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ভালো অ্যাকাডেমিক রেকর্ড।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউয় দিয়ে প্রার্থী নির্বাচন হবে।
ইন্টারভিউ স্থান ও তারিখ অফিসিয়াল ওয়েবসাইট এ জানোনো হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইন এবং অনলাইন সব মাধ্যমে ই আবেদন করার সুযোগ পাবেন। অফলাইন এর ক্ষেত্রে ফর্মটি ডাউনলোড করে নিন। অফিসিয়াল নোটিশ এ ফর্মটি পাবেন।
অফলাইনে আবেদন পত্র কোথায় জমা করবেন-
পূরন করা ফর্ম সহ অন্যান্য ডকুমেন্টের জেরক্স এই ঠিকানায় পাঠাবেন
- Director, North Bengal Wild Animal Park.
অনলাইনে আবেদন পত্র কোথায় জমা করবেন-
পূরন করা ফর্ম সহ অন্যান্য ডকুমেন্টের পিডিএফ বানিয়ে নিতে হবে। পিডিএফ ফাইলটিকে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে- dirnbwap@gmail.com.
আবেদন ফিঃ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন ।
আবেদন শুরু - 14.03.2022
আবেদন শেষ - 21.03.2022
Official Website -
Official notice -
--------------------------------------------------------------------------
Comments