পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 @bandhanbank.com


 


 
 
পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 @bandhanbank.com


##রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগের হবে। বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য এটা একটা বড় সুযোগ। তাছাড়া এখানে চাকরি পাওয়া সোজা। শুধু বায়োডাটা ও ডকুমেন্ট জমা মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা। লিখিত পরীক্ষা দিতে হয় না এখানে। সরাসরি নিয়োগ হয়। বর্তমানে বন্ধন ব্যাংকে কর্মীর প্রয়োজন প্রচুর পরিমাণে। তাই নিয়োগ হচ্ছে প্রতিনিয়ত। শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই ব্যাংকে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করলেই  এখানে চাকরি হয়ে যায়। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল--


কোন কোন পদে নিয়োগ হবে:

বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদ রয়েছে। পদ গুলি হল-


1. Analytics/BIU/Corporate Strategy

2.Agri Business

3.Administration

4.Banking Operations & Customer Services

5.Audit

6.Branch Banking

7.Compliance

8.Corporate Salary

9.Corporate Services

10.Digital Banking

11.Housing Finance

12.Finance & Accounts

13.Human Resources

14.IT

15.Legal/Vigilance

16.Marketing

17.Micro Banking

18.Outdoor Collector

19.Indoor Staff

20.Retail Assets

21.SME & MSME Banking

22.Risk

23.Trade Finance

24.Treasury

25.Wholesale Banking

26. RO(Relationship Officer ) এবং

27. RO-SS(Relationship Officer - Super Server)


শিক্ষাগত যোগ্যতা:  অবশ্যই উচ্চমাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস হতে হবে। তাছাড়া মাধ্যমিক পাসেও পোস্ট রয়েছে। 


কাজের ধরন: এটা একটি পার্মানেন্ট চাকরি। 



আবেদন পদ্ধতি:  অনলাইনের মাধ্যমে বা অফলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করলে একটু সুবিধা বেশি চাকরি হওয়ার।

 

  কীভাবে আবেদন করবেন :
Online-  আপনি নিজেই মোবাইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ পাবেন।



Offline-
  আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনার একটা বায়ো ডাটা তৈরি করবেন। সঙ্গে দেবেন এক কপি ফটো, ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স ও মাধ্যমিক মার্কশীট, মাধ্যমিক এডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক মার্কশীট ও গ্র্যাজুয়েশনের মার্কশীট এর জেরক্স করে জমা করতে হবে।  নিকটবর্তী কোনো ব্রাঞ্চের ব্যাংকিং ইউনিটে সমস্ত ডকুমেন্ট জমা করে আসবেন। পোষ্টের মাধ্যমে এই ডকুমেন্ট পাঠাতে পারবেন না। বায়ো ডাটা মধ্যে আপনার ফোন নাম্বার লিখবেন এবং জমা দেওয়ার কিছুদিন পরেই আপনার সেই ফোন নাম্বারে ফোন করা হবে ইন্টারভিউ এর জন্য। কোনরকম লিখিত পরীক্ষা এখানে আপনাকে দিতে হবে না।




নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বায়োটাডেটার উপর ভিত্তি করে । আপনি যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হন তাহলে আপনাকে সরাসরি ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। 
 ট্রেনিংয়ের চান্স পাওয়া মানে কনফার্ম চাকরি পাওয়া। ট্রেনিং শেষে আপনাকে সরাসরি জয়েনিং করানো হবে। 
এছাড়া যাদের বাইক আছে তাদের অগ্রাধিকার দেয়া হয়।


বয়স: 18 থেকে 40 বছর।

আবেদন মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন


OFFICIALWEBSITE: 


APPLY NOW: https://bandhanbank.com/join-our-team

_________________________________________________



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ