কবিতা || আজ ফাগুনে || বদ্রীনাথ পাল

 আজ ফাগুনে




আজ ফাগুনের রঙ্ লেগেছে পলাশ বনে বনে-


মলয় বাতাস দোল দিয়েছে সবুজ সবুজ মনে।


আয় ওরে আয় , আয় রে সবাই আজকে নতুন প্রাতে-


রঙে রঙিন করবো ভুবন হাত মিলিয়ে হাতে।




রঙ লেগেছে কৃষ্ণচূড়ায়, রঙ শিমুলের ডালে,


ডাকছে কোকিল মধুর সুরে ঘোর লাগা সকালে।


মৌমাছিরা গুনগুনিয়ে বলছে রসাল-কানে,


"বিশ্ব ভুবন মাতিয়ে দেবো উতল প্রাণের গানে"।




শিরিষ নাচে নূপুর পায়ে ঝুমুর ঝুমুর সুরে-


মঞ্জরীদের কাছে ভ্রমর বেড়ায় উড়ে উড়ে !


এলো ফাগুন রঙ্ ছড়িয়ে বসন্ত হিল্লোলে-


নতুন পাতায়, নতুন সাজে, নতুন প্রাণের দোলে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024