রাজ্যে পোস্ট অফিসে সরাসরি নতুন নিয়োগ || WB Postal Reqruitment 2022 || Indian postal recruitment || Postal agent recruitment
##পশ্চিমবঙ্গ রাজ্যে পোস্ট অফিসে নতুন নিয়োগের সুখবর। সরাসরি কর্মী নিয়োগ হবে পোস্ট অফিসে।
মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি শুধু মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা প্রতিটি প্রার্থী(মাধ্যমিক পাশ যোগ্যতা) আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ টি হবে পোস্টাল এজেন্ট পদে। নীচে সমস্ত বিবরণ আলোচনা করা হল-
শূন্যপদের নাম : পোস্টাল এজেন্ট ( Postal Agent) পদে নিয়োগ হবে। বিভিন্ন সর্কেল অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতায় আবেদন করার সুযোগ পাবেন। অগ্রাধিকার পাবেন যদি আপনার কম্পিউটার এর জ্ঞান থাকে।
আবেদন কারীর বয়সসীমা : ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি :
আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইন এ কিভাবে আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন। অফিসিয়াল ওয়েবসাইট লিংক নীচে দেওয়া আছে তা ক্লিক করুন। তাছাড়া নীচে দেওয়া ইমেইল এড্রেসেও আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি মেইল করেও আবেদন করার সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট :
১) মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র হিসেবে।
২) মাধ্যমিকের মার্কশিট
৩)পাসপোর্ট সাইজের ছবি
৪) উচ্চতর যোগ্যতা যদি থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে পারেন।
৫)আধার ও ভোটার কার্ড
সমস্ত ডকুমেন্টস উপরে নীচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে। নিজের সই থাকতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস এ।
যোগাযোগ করুন : Govt. Of India, Department Of Post, O/o the SSPOs, North Kolakta Division, 5A Indra Biswas Road, Kolakta-700037
আবেদনের শেষ তারিখ : আবেদন বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে ২২-০৩-২০২২ তারিখে। বিজ্ঞপ্তি প্রকাশ করার দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন হবে।
আবেদনের জন্য যোগাযোগ করুন :
ফোন নম্বর : (০৩৩) ২৫৫৬ ৭৮৭৭
অফিসিয়াল ওয়েবসাইট : Click here
আবেদনের ইমেইল : dokolkatanorth.wb@indiapost.gov.in
________________________________________________
Comments