বিশ্ব ও ভারতের প্রথম ব্যাক্তিত্ব || General Knowledge part -1 || Gk Bengali part -1 || All 1st Person Name List in Bengali

 



১.প্রথম ও শেষ গভর্নর জেনারেল :-  লর্ড উইলিয়াম বেন্টিং ও রাজা গোপালাচারী।

 

২.প্রথম ভাইসরয়  :- লর্ড ক্যানিং।


৩.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল :- লর্ড মাউন্টব্যাটেন।


৪.স্বাধীন ভারতের শেষ এবং ভারতীয় গভর্নর জেনারেল :- চক্রবর্তী রাজা গোপালাচারী।


৫.প্রথম রাষ্ট্রপতি :-  ডঃ রাজেন্দ্র প্রসাদ।


৬.প্রথম উপরাষ্ট্রপতি :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।


৭. প্রথম প্রধানমন্ত্রী :- পণ্ডিত জওহরলাল নেহেরু।


৮. প্রথম উপপ্রধানমন্ত্রী :- সর্দার বল্লভভাই প্যাটেল।


৯. প্রথম নির্বাচন কমিশনার:- সুকুমার কুমার সেন।


১০. লোকসভার প্রথম অধ্যক্ষ:- জি.ভি. মাভালঙ্কার ।


১১.সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি :- জাস্টিস হীরালাল জে কানাইয়া।


১২. রাজ্যসভার প্রথম অধ্যক্ষ :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।

 

১৩.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ :- জেনারেল কে.এম.কারিয়াপ্পা।


১৪.প্রথম ফিল্ড মার্শাল :- এস.এইচ.এফ.জে. মানেকশ।


১৫.প্রথম আই সি এস অফিসার :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।


১৬. প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী :-তেনজিং নোরগে।


১৭.এভারেস্ট,উত্তরমেরু ও দক্ষিণ মেরু জয় করেছেন :- সত্যব্রত দাম।


১৮.প্রথম ভারতীয় ইংলিশ চানেল অতিক্রম করেন :- মিহির সেন।


১৯. প্রথম ভারতীয় মহাকাশচারী :- রাকেশ শর্মা।


২০. প্রথম হাইকোর্টের বিচারপতি :- শম্ভুনাথ পন্ডিত।


২১. প্রথম ব্যারিস্টার :- জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।


২২. প্রথম গ্রাজুয়েট :-   বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ও  যদুনাথ সরকার।


২৩.প্রথম ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলেন সদস্য :- এস.পি. সিনহা।


২৪.প্রথম ব্রিটিশ পর্ণমেণ্টের সদস্য :- দাদাভাই নুরুজি।


২৫. প্রথম অস্কফোর্ডের ভারতীয় অধ্যাপক :-ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।


২৬.প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


২৭.প্রথম ভাইসব চ্যান্সেলর :- স্যার গুরুদাস বন্দোপাধ্যায়।


২৮.প্রথম লন্ডনে রয়েল আর্টিস্ট সভার সদস্য :- অবনীন্দ্রনাথ ঠাকুর। 


২৯.প্রথম ব্যঙ্গচিত্র ভারতীয় শিল্পী :-গগেন্দ্রনাথ ঠাকুর ।


৩০.ভারতের মাটিতে প্রথম শহীদ :- মঙ্গল পান্ডে।


৩১.বিদেশের মাটিতে প্রথম শহীদ :- মদনলাল ধিংড়া।


৩২.প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক :-  রবীন্দ্রনাথ ঠাকুর।


৩৩.প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক :-সত্যজিৎ রায়


৩৪.প্রথম ভারতীয় পরমবীর চক্র পুরস্কার প্রাপক :- মেজর সোমনাথ শর্মা।


৩৫.প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।


৩৬.প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক :- জি.শঙ্কর কুরুপ।


৩৭.প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক :-শ্রী বি.এন.সরকার ।


৩৮. প্রথম ভারতের বাইরে অভিনয় করে:-শিশির কুমার ভাঙ্গুড়ী।


৩৯. প্রথম ভারতের বাইরে নৃত্যকলা প্রদর্শন করেন:-উদয় শংকর।


৪০. প্রথম ইংরেজি ভাষায় কবিতা লেখেন :-মাইকেল মধুসুদন দত্ত।


৪১. প্রথম বিলেতযাত্রী:-রাজা রামমোহন রায়।


৪২. প্রথম আন্তর্জাতি বিচারালয়ের বিচারপতি:-ডঃ নগেন্দ্র সিং।


৪৩. প্রথম ম্যাগসাসাই পুরস্কার প্রাপক:-আচার্য বিনোভাভাবে।


৪৪. প্রথম রাষ্ট্রপতি :- শ্রীমতি প্রতিভা দেবী সিং পাটেল ।


৪৫. প্রথম রাজ্যপাল :-  শ্রীমতি সরোজিনী নাইডু।


৪৬. প্রথম প্রধানমন্ত্রী :- শ্রীমতী ইন্দিরা গান্ধী।


৪৭. প্রথম কেন্দ্রীয় মন্ত্রী :-শ্রীমতী রাজকুমারী অমৃতা কাউর


৪৮. প্রথম মুখ্যমন্ত্রী :- শ্রীমতি সুচেতা কৃপালিনী।


৪৯. প্রথম রাষ্ট্রমন্ত্রী :- শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।


৫০. সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি :-জাস্টিন মীর সাহেব ফতেমাৰিবি


৫১. প্রথম হাইকোর্টের বিচারপতি :-আন্নাচন্ডী।


৫২. প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি :-জাস্টিস লীলা শেঠ।


৫৩. প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি :-শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।


৫৪. প্রথম আই .এ .এস. অফিসার :-আন্না রাজম জর্জ।


৫৫. প্রথম আই. পি. এস. অফিসার :-কিরণ বেদী।


৫৬. প্রথম এভারেস্ট জয়ী :-বাছন্দ্ৰী পাল ।


৫৭. প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন :-আরতি সাহা।


৫৮. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক :-মাদার টেরেসা।


৫৯. প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক :-ভানু আথাইয়া।


৬০.প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক :-শ্রীমতী ইন্দিরা গান্ধী।


৬১. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক :-শ্রীমতী আশাপূর্ণা দেবী।


৬২. প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক :-শ্রীমতী দেবিকা রানি।


৬৩. প্রথম নির্বাচন কমিশনার :-শ্রীমতী ভি. এস. রমাদেবী।


৬৪. প্রথম মিস ওয়ার্ল্ড :-রিতা ফারিয়া।


৬৫.প্রথম মিস ইউনিভার্স :-সুস্মিতা সেন।


৬৬.প্রথম মহাকাশচারী :-ডঃ কল্পনা চাও। 


৬৭. প্রথম কংগ্রেস সভাপতি :-অ্যানি বেসান্ত। 


৬৮.প্রথম সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন ভর করেছেন :- শুভলক্ষ্মী।


৬৯.প্রথম চিত্রকর :-সুননী দেবী। 


৭০.প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী ও রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন :-নার্গিস দত্ত।


৭১.প্রথম রাষ্ট্রদূত :-শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।


৭২.প্রথম নোবেল পুরস্কা:-রবীন্দ্রনার ঠাকুর।


৭৩.প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান :-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


৭৪.প্রথম ম্যাগসাইসাই পুরস্কার পান :-অমিতাভ চৌধুরী।


৭৫.প্রথম অস্কার পুরস্কার পান :-সত্যজিৎ রায়।


৭৬.প্রথম বিলাজকারী :-রাজা রামমোহন রায়


৭৭.প্রথম তিব্বতে বৌদ্ধপ্রচারক :-অতীশ দীপঙ্কর।


৭৮.প্রথম বি. এ. পাশ :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু।


৭৯. প্রথম আই সি এস হন :-সত্যেন্দ্রনাথ ঠাকুর।


৮০. প্রথম ইঞ্জিনিয়ার :-নীলমনি মিএ ।


৮১.প্রথম ‘লড' উপাধি পান :-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।


৮২. প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি :-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


৮৩. প্রথম প্রাদেশিক গভনর :-লর্ড সত্যেন্দ্রপ্রসাদ সিংহ।


৮৪. প্রথম জাতীয় অধ্যাপক :-সত্যেন্দ্রনাথ ঠাকুর।--


৮৫. প্রথম নৌবাহিনীর প্রধান :- অ্যাডমিরাল এ. কে.ব্যানার্জী।


৮৬. প্রথম স্থল বাহিনীর প্রধান :- জে, জয়ন্ত চৌধুরী।


৮৭. প্রথম বিমান বাহিনীর প্রধান :- এয়ার মার্শাল সুব্রত মুখার্জী।


৮৮. প্রথম হাইকোর্টের বিচারপতি :- রমাপ্রসাদ রায়।


৮৯. প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি :- স্যার রমেশ চন্দ্র মিত্র।


৯০. প্রথম কলকাতার মেয়র :-চিত্তরঞ্জন দাস ।



৯১. প্রথম শেরিফ :-দিগম্বর মিত্র।


৯২. প্রথম এম. আর. সি. পি. পরীক্ষায় প্রথম হন :-ডাঃ বিধানচন্দ্র রায়।


৯৩. প্রথম বিদেশে ধর্ম প্রচার করেন :-স্বামী বিবেকানন্দ।


৯৪. প্রথম স্যার উপাধী পান :-চন্দ্রমাধব শেষে।


৯৫. প্রথম ব্রতচারী সংঘ প্রতিষ্ঠাকরেন :- গুরুসদয় দত্ত।


৯৬. প্রথম আই. সি .এস পদ ত্যাগ করেন :-সুভাষচন্দ্র বসু।


৯৭. প্রথম 'নাইট' উপাধি ত্যাগ করেন :-রবীন্দ্রনাথ ঠাকুর।


৯৮. প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক :-মাইকেল মধুসূদন দত্ত।


৯৯.প্রথম হিমালয়ের উচ্চতা মাপনকারী :- রাধানাথ শিকদার


১০০. প্রথম সাইকেলে ভ্রমণ :- রামনাথ বিশ্বাস।


_______________________________________


Pdf download link -

Click here 🔴


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ