পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022-23 || Bandhan Bank Job Vacancy 2023


 


##রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগের হবে। বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য এটা একটা বড় সুযোগ। তাছাড়া এখানে চাকরি পাওয়া সোজা। শুধু বায়োডাটা ও ডকুমেন্ট জমা মাধ্যমেই আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা। লিখিত পরীক্ষা দিতে হয় না এখানে। সরাসরি নিয়োগ হয়। বর্তমানে বন্ধন ব্যাংকে কর্মীর প্রয়োজন প্রচুর পরিমাণে। তাই নিয়োগ হচ্ছে প্রতিনিয়ত। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই ব্যাংকে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল--



মোট শূন্য পদ - শূন্য পদ কত তা জানানো হয়নি।






কোন কোন পদে নিয়োগ হবে:




বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদ রয়েছে। পদ গুলি হল-


Branch Relationship Head, Customer Service Officer







শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই উচ্চমাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস হতে হবে।




বয়স- বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।




বেতন - মাসিক ১৬,০০০ থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।




কাজের ধরন: এটা একটি পার্মানেন্ট চাকরি। 





আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।





কীভাবে আবেদন করবেন :


Online- আপনি নিজেই মোবাইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের NCS পোর্টাল এ গিয়ে অনলাইন এ ফিলাপ করতে পারবেন।










গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-




এই চাকরিতে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-




১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র


২)বয়সের প্রমাণপত্র 


৩)নিজের সাক্ষর


৪)বাসস্থানের প্রমাণপত্র


৫)পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)


৬) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


৭) পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)




এছাড়া যদি আরও কিছু জানতে চান আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করতে হবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া আছে।









নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বায়োটাডেটার উপর ভিত্তি করে । কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হন তাহলে আপনাকে সরাসরি ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। 



 ট্রেনিংয়ের চান্স পাওয়া মানে কনফার্ম চাকরি পাওয়া। ট্রেনিং শেষে আপনাকে সরাসরি জয়েনিং করানো হবে। 










আবেদন মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন






OFFICIALWEBSITE: 


Click here 🔴







________________________________________




চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন








Telegram group-



Click here 🔴






Whatsapp group-

Click here 🔴





Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ